প্রেসিডেন্ট’স কাপ

মুশফিককে নিয়ে আলাদা ছক কষছেন রুবেলরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:27 শনিবার, 24 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

রবিবার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ এবং নাজমুল একাদশ। হাইভোল্টেজ এই ম্যাচের আগে মুশফিকুর রহিমকে নিয়ে আলাদা করে ছক কষছে মাহমুদউল্লাহবাহিনী। ফাইনালের আগের দিন এমনটাই নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ একাদশের ডানহাতি পেসার রুবেল হোসেন।  

দীর্ঘ দিন ধরেই বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের তকমাটা ধরে রেখেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটের পরীক্ষিত এই ক্রিকেটার চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন একাধিকবার। 

এখন পর্যন্ত নাজমুল একাদশের হয়ে টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ২০৭ রান করেছেন মুশফিক। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তাই তাঁর বিরুদ্ধে মাঠে নামার আগে আলাদাভাবে পরিকল্পনা করতে হচ্ছে মাহমুদউল্লাহদের। 

মুশফিক প্রসঙ্গে রুবেল বলেন, ‘মুশফিক ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক ম্যাচ খেলেছি। আমরা জানি যে মুশফিক ভাই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। মুশফিক ভাইকে নিয়ে তো অবশ্যই আমাদের পরিকল্পনা আছেই। আমাদের দলের একটা পরিকল্পনা আছে যে কিভাবে তাঁকে বোলিং করতে পারি। সেই পরিকল্পনা অনুযায়ী চেষ্টা করবো বোলিং করার।'

মাহমুদউল্লাহদের বিপক্ষে জায়গা মতো বোলিং করতে পারলে সাফল্য বয়ে আনা সম্ভব হবে বলে বিশ্বাস করেন রুবেল। একই সঙ্গে তাঁর বিশ্বাস দলের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারলে ফাইনালে জয় ছিনিয়ে আনা সহজ হবে দলের জন্য।

রুবেল বলেন,  ‘অবশ্যই কাল তো জয়ের জন্যই মাঠে আসবো। ফাইনাল ম্যাচ তো অবশ্যই জয় পেতে চাইবো। আর আমরা যারা পেস বোলাররা আছি সবাই যদি ভালো জায়গায় বোলিং করতে পারি এবং আমাদের যে গেম প্ল্যান আছে সেই অনুযায়ী সব কাজে লাগাতে পারি সুন্দরভাবে তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আর পেস বোলাররা ভালো করলে আমাদের ব্যাটিংয়ের জন্য মনে হয় সহজ হবে।’