আইপিএল

'আগ্রাসী' অধিনায়ক পোলার্ডের বন্দনায় ইয়ান বিশপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:59 শনিবার, 24 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

টি টোয়েন্টি ক্রিকেটে কাইরন পোলার্ডকে অন্যতম আগ্রাসী অধিনায়ক হিসেবে আখ্যা দিয়েছেন কিংবদন্তী ক্রিকেটার ইয়ান বিশপ। একই সঙ্গে পোলার্ডের তাঁর মনঃসংযোগেরও ভূয়সী প্রশংসা করেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। 

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের আগে বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মুম্বাই ইন্ডিয়ান্সের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ফলে অধিনায়ক হিসেবে সেই ম্যাচে টস করতে নামেন দলটির ক্যারিবিয়ান ব্যাটসম্যান কাইরন পোলার্ড।

আর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইপিএল) নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচেই চেন্নাইকে ১০ উইকেটে হারিয়ে দিনটাকে স্মরণীয় করে রাখেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার।

এদিন মুম্বাইয়ের বোলারদের সামনে একরকম তাসের ঘরের মতো ভেঙে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপ। পুরো ম্যাচে পোলার্ডের অধিনায়কত্ব ছিল দুর্দান্ত। তবে শুধু চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটিতেই নয়, এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) বিভিন্ন দলের হয়েও অধিনায়কত্ব করেছেন পোলার্ড।

সেকারণেই অধিনায়ক পোলার্ডকে এগিয়ে রাখছেন বিশপ। ইসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, 'পোলার্ডের মনঃসংযোগ অসাধারণ। আমরা তাকে ক্যরাবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) দীর্ঘ সময় অধিনায়কত্ব করতে দেখেছি। সে টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম আগ্রাসী অধিনায়ক।'

অধিনায়ক হিসেবে আক্রমনাত্বক থাকাই পোলার্ডের দর্শন বলে বিশ্বাস তাঁরই স্বদেশী বিশপের। তাঁর মতে  টি-টোয়েন্টি ফরম্যাটে পোলার্ডের মতো অধিনায়কের গুরুত্ব অত্যধিক। আর সেকারণেই তাঁর মতো অধিনায়কের অভাব অনুভব করছেন সাবেক এই ডানহাতি পেসার।

বিশপের ভাষায়, 'বর্তমানে জয়াবর্ধনে  ওর দলের কোচ। আমার মনে আছে স্যাবাইনা পার্কে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক ম্যাচে জয়াবর্ধনে ব্যাট করতে নেমেছিল এবং পোলার্ড ওর জন্য সিলি পয়েন্টে একটা ফিল্ডার রেখেছিল। জয়াবর্ধনে ২ বলের বেশি টিকতে পারেনি। ওই ফিল্ডারের হাতেই ক্যাচ দিয়ে তাকে সাজঘরে ফিরতে হয়। এটাই পোলার্ডের দর্শন, সে সবসময় আক্রমণাত্মক থাকে। আমি মনে করে, টি-টোয়েন্টিতে এরকম অধিনায়কত্বই দরকার।'