আইপিএল

চেন্নাইয়ের বিপক্ষে হেসেখেলে জিতল মুম্বাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:25 শুক্রবার, 23 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চেন্নাই সুপার কিংসকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মহেন্দ্র সিং ধোনিদের দেয়া ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে মাত্র ১২ ওভার ২ বল লেগেছে চেন্নাইয়ের দুই ওপেনার কুইন্টন ডি কক এবং ইশান কিশানের।

ডি কক ৩৭ বলে ৪৬ আর কিশান ৩৭ বলে ৬৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। নাগালে লক্ষ্য পেয়ে শুরু থেকেই চেন্নাইয়ের বোলারদের তুলোধোনা করেছেন মুম্বাইয়ের এই দুই ব্যাটসম্যান।

এর আগে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার জায়গায় শুক্রবার দলকে নেতৃত্ব দেন ক্যারিবিয় অলরাউন্ডার কাইরন পোলার্ড। আগের ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত। এখন কিছুটা সেরে উঠলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি মুম্বাই। এর ফলেই নেতৃত্ব তুলে দেয়া হয় পোলার্ডের হাতে।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ট্রেন্ট বোল্ট এবং জসপ্রিত বুমরাহর বোলিংয়ের তোপের মুখে পড়ে চেন্নাই। তারা ৪ রানের মধ্যেই শীর্ষ ৩ উইকেট হারায়। এরপর দলীয় ৪৭ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই।

সেখান থেকে দলকে একাই টেনে তুলেছেন স্যাম কারান। ৪৭ বলে ৫২ রানের ইনিংস খেলে তিনি চেন্নাইয়ের মান বাঁচিয়েছেন। তিনি এবং ইমরান তাহির অষ্টম উইকেটে যোগ করেছেন ৪৩ রান। আর তাতেই ৯ উইকেটে ১১৪ রানের পুঁজি পায় চেন্নাই।

চলতি আইপিএলে ভাগ্য একেবারেই সহায় হচ্ছে না চেন্নাইয়ের। তারা ১১ ম্যাচ খেলে ৮টিতেই হেরে এবারের আসর থেকে বিদায় নেয়ার পথে। অসম্ভব কিছু করলেই কেবল ধোনির দলের প্লে অফ খেলা সম্ভব।