আইপিএল

ইনজুরিতে রোহিত, মুম্বাইয়ের অধিনায়কত্বে পোলার্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:00 শুক্রবার, 23 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শুক্রবারের ম্যাচে খেলছেন না মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ডানহাতি এই ব্যাটসম্যানের চোটের খবরটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশিচত করেছে তাঁর দল মুম্বাই।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রোহিতের পরিবর্তে মুম্বাইয়ের অধিনায়কত্ব করছেন কাইরন পোলার্ড। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, চারদিন আগে দলের আউটিংয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তাঁদের অধিনায়ক। এর পর থেকেই দলটির ফিজিওর তত্ত্বাবধানে আছেন রোহিত।

এ প্রসঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স এক বিবৃতিতে বলেছে, 'রোহিত শর্মা পায়ে হ্যামস্টিংয়ের চোট পেয়েছেন মুম্বাইয়ের শেষ আউটিংয়ে। চারদিনে সে বেশ ভালো উন্নতি করেছে। টিম ম্যানেজমেন্ট রোহিতকে প্রতিদিনই পর্যবেক্ষণ করছে। বিসিসিআই বিষয়টি তদারকি করছে।'

এর আগে রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন রোহিত। সেদিন ৮ বলে মাত্র ৯ রান করেই আউট হয়ে গিয়েছিলেন  মুম্বাই ইন্ডিয়ান্স দলপতি। চলতি আসরে ব্যাট হাতে খুব একটা ভালো সময় পার করতে পারছেন না মুম্বাই অধিনায়ক।

আইপিএলের এবারের  এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ২৮.৮৮ গড়ে ও ১২৯.৩৫ স্ট্রাইকরেটে ২৬০ রান করেছেন তিনি। চলতি আসরে তাঁর সর্বোচ্চ ইনিংসটি ছিল ৮০ রানের। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৪ বলে এই ইনিংস খেলেছিলেন তিনি।