আইপিএল

বেয়ারস্টো বর্তমান বিশ্বের সেরা ওপেনার: প্যাটারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:37 বুধবার, 21 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) এবারের আসরের শুরু থেকে বেশ ছন্দে আছেন জনি বেয়ারস্টো।  দুই-একটি ম্যাচ ছাড়া প্রায় প্রতিটি ম্যাচেই রানের মধ্যে আছেন তিনি।সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই ওপেনারকে বর্তমান সময়ের সেরা সাদা বলের ওপেনিং ব্যাটসম্যান হিসাবে আখ্যা দিয়েছেন তারই স্বদেশী সাবেক ক্রিকেটার স্টিভ প্যাটারসন।

দল হিসেবে চলমান আইপিএলে ভালো অবস্থানে নেই সানরাইজার্স হায়দরাবাদ। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৩টিতে জিতে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে দলটি। কিন্তু আসরের শুরু থেকেই  দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান বেয়ারস্টো ব্যাটিংয়ে ভালো শুরু এনে দিচ্ছেন।

দলের ৩টি জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৩১৬ রান সংগ্রহ করেছেন এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর মধ্যে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সর্বোচ্চ ৯৬ রানের একটি ইনিংস রয়েছে তার।

শুধু আইপিএল নয় ইংল্যান্ডের হয়েও  দারুণ ফর্মে আছেন বেয়ারস্টো। গত তিন বছর ধরে দলটির ওপেনিং জুটিতে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তিনি। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়েও প্রত্যক্ষ ভূমিকা  রেখেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ারের অফিশিয়াল ওয়েবসাইটে বেয়ারস্টোর ভূয়সী প্রশংসা করলেন প্যাটারসন। সাবেক এই ইংলিশ ফাস্ট ক্লাস ক্রিকেটার তাকে সাদা বলে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, 'সে অবশ্যই বর্তমান সময়ের সেরা ওপেনিং ব্যাটসম্যানদের তালিকায় আছেন। আমি নিশ্চিত যে, অনেকেই তার (বেয়ারস্টো) প্রতিদ্বন্দ্বী হিসেবে অনান্য খেলোয়াড়ের নাম উল্লেখ করবে। বর্তমান ফর্ম বিবেচনায়, আপনার কাছে যদি খালি কাগজ থাকে তবে তিনিই আপনার পছন্দের তালিকায় প্রথম স্থানে থাকবেন। তিনি এককথায় অসাধারণ।'

সংযুক্ত আরব আমিরাতের মত স্পিন বোলিং উইকেটে ভালোই মানিয়ে নিয়েছেন বেয়ারস্টো। এজন্য তাকে কৃতিত্ব দিতেও ভোলেননি প্যাটারসন। তিনি বলেন, ' আইপিএলে আরব আমিরাতের পরিবরশে সে যা করছে, ইংল্যান্ডের পরিবেশ সেটা থেকে পুরোপুরি আলাদা।  তারা প্রচুর স্পিনার  দিয়ে বল করায়। বরং এটা  মনে হয় না যে, তাকে সেটা খেলতে অসুবিধায় ফেলছে।'