আইপিএল

ম্যাক্সওয়েলের চোখে ইয়র্কারের রাজা শামি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:21 বুধবার, 21 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||  

টানা তিন জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলে ৫ নম্বরে উঠে এসেছে কিংস ইলেভেন পাঞ্জাবে। মঙ্গলবার (২০ অক্টোবর) তারা দিল্লি ক্যাপিটেলসকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে।

এমন জয়ের পর দলটির অলরাউন্ডার গ্ল্যান ম্যাক্সওয়েল প্রশংসায় ভাসিয়েছেন, মোহাম্মদ শামিকে। ভারতের এই পেসারকে চলতি আইপিএলের সেরা ইয়র্কার বোলার হিসেবে মূল্যায়ন করছেন এই অজি অলরাউন্ডার।

দিল্লির বিপক্ষে ম্যাচের পর ম্যাক্সওয়েল বলেন, 'শামি সম্ভবত এই সময়ে টুর্নামেন্টের সেরা ইয়র্কার বোলার। সে চাপের মধ্যে যেভাবে দারুণ বোলিং করছে, আমরা সবাই দেখেছি মুম্বাইয়ের বিপক্ষে সুপার ওভারে কীভাবে আমাদের রক্ষা করেছে।'

এই অজি অলরাউন্ডার যোগ করেন, 'সে আমাদের হয়ে ব্যতিক্রমী পারফরম্যান্স করছে। সে সম্ভবত আমাদের লক্ষ্যটাকে ১০-১৫ রান নিচে রেখেছে। তার দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করতেই হয়।' 

গত রবিবার মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ টাই হওয়ার পর  প্রথম সুপার ওভারে পঞ্জাব করেছিল ৫ রান। জেতার জন্য মুম্বইয়ের দরকার ছিল ৬ রান। কিন্তু  শামির দুর্দান্ত সব ইয়র্কার সামলে ৫ রানের বেশি নিতে পারেননি মুম্বাইয়ের ব্যাটসম্যানরা।

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের পর শামির ইয়র্কারের প্রশংসা করে পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল বলেছিলেন, 'শামি ভাবনাচিন্তায় একেবারে পরিষ্কার ছিল। সে চেয়েছিল সুপার ওভারে টানা ৬টা ইয়র্কার দিতে। সে  অসাধারণ বল করেছে। আর প্রতি ম্যাচে উন্নতি করছে। সিনিয়রদের ম্যাচ জেতাচ্ছে, এটা গুরুত্বপূর্ণ।'