আইপিএল

এমন কীর্তির কথা জানতেন না ধাওয়ান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:47 বুধবার, 21 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন শিখর ধাওয়ান। আইপিএলের এবারের আসরের আগে কোনো সেঞ্চুরি ছিল না এই বাঁহাতি ব্যাটসম্যানের ঝুলিতে। এবার দুই ম্যাচেই তার নামের পাশে দুটি সেঞ্চুরি লেখা হয়ে গেছে।

অথচ এমন কীর্তি গড়ার সময় ধাওয়ান নিজেই জানতেন না আইপিএলে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান হচ্ছেন তিনি। সেই সঙ্গে দুই সেঞ্চুরিতে আত্মতৃপ্তিতে না ভুগে পরের ম্যাচের জন্য নিজেকে তরতাজা করাই লক্ষ্য তার।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পর ধাওয়ান বলেছেন, 'জানতাম না আমিই প্রথম। আজকে ব্যাটিং খুব উপভোগ করেছি। ধারাবাহিকভাবে রান করতে পেরে ভালো লাগছে। আমি এটা নিশ্চিত করতে চাই যে ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছি এবং পরের ম্যাচের জন্য তরতাজা হয়ে ফিরছি।'

ক্যারিয়ারের মাঝ পথে ধাওয়ানের ডাক নাম হয়ে গেছে 'গাব্বার'। তুমুল জনপ্রিয় ‘শোলে’ চলচ্চিত্রের কিংবদন্তি ডাকাত চরিত্র গাব্বার সিংয়ের বড় ভক্ত ধাওয়ান। রঞ্জি ট্রফির ম্যাচের মাঝে গাব্বারের বিভিন্ন ডায়লগ বলে সতীর্থদের আনন্দ দিতেন ধাওয়ান। এরপর থেকে ধাওয়ানের নামই হয়ে গেছে গাব্বার।

ভারতীয় দলের বর্তমান-সাবেক সতীর্থরাও তাকে এই নামেই ডাকেন। ধাওয়ানের এমন কীর্তির পর সাবেক সতীর্থ যুবরাজ সিং ধাওয়ানকে গাব্বার বলেই সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক টুইট বার্তায় লিখেন, 'গাব্বার স্বপ্নের মতো ব্যাটিং করছে। টি-টোয়েন্ট ক্রিকেটে পিঠেপিঠি সেঞ্চুরি সহজ কাজ নয়। আইপিএলে টানা দুই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান হওয়ায় অনেক অভিনন্দন।'