প্রেসিডেন্টস কাপ

আবারও মুশফিক-আফিফে পথ দেখলো নাজমুল একাদশ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:04 বুধবার, 21 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

প্রেসিডেন্টস কাপে বাঁচা-মরার ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে মাঠে নেমেছে তামিম একাদশ। ত্রিদলীয় এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে আজকের ম্যাচে জিততেই হবে তামিমদের। তবে এর আগের তিন ম্যাচে আগে ব্যাট করা দলটিকে এবার ব্যাট করতে হবে ফ্লাড-লাইটের আলোতে।

কারণ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল একাদশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বিপদে পড়েছিল তারা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরেন নাজমুল একাদশের ৩ ব্যাটসম্যান।

এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। যে কারণে প্রায় আড়াই ঘন্টার মতো খেলা বন্ধ ছিল। বিকেল ৫ঃ২০ মিনিটে ফের খেলা শুরু হয়। এই মুহূর্তে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুশফিক এবং আফিফ।প্রদিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০১ রান। 

আফিফ-মুশফিকের জুটি: প্রেসিডেন্টস কাপে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থ হওয়া যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত কোনো দলেরই ওপেনিং জুটি ১০ ওভারের গন্ডি পার করতে পারনি। বুধবার নাজমুল একাদশের ওপেনাররাও হেঁটেছেন এই একই পথে।

ইনিংসের তৃতীয় ওভারে সাইফউদ্দিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য সরকার। ৮ বলে ৭ রান করা এই ওপেনার আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরার দুই ওভার পরই মেহেদি হাসানকে ডিপ স্কোয়ার লেগে উড়িয়ে মারতে গিয়ে ১০ রানে ফিরেছেন পারভেজ হোসেনও।

১৯ রানে ২ উইকেট হারানোর পর দলকে বিপদমুক্ত করতে পারেননি অধিনায়ক শান্তও। মুস্তাফিজের প্রথম ওভারেই মিড অন অঞ্চলে ক্যাচ এনামুল হকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন তিনি।

শুরুতেই ৩ উইকেট হারানো নাজমুল একাদশকে এরপর টেনে তোলেন মুশফিক এবং আফিফ। এর আগের ম্যাচেও এই দুজনের ব্যাটে ভর করেই বিপদ এড়িয়েছিল দলটি। এই ম্যাচেও একই পথে হাঁটছে নাজমুল একাদশ। দেখে শুনে খেলা মুশফিক হাফ সেঞ্চুরির খুব কাছে দাঁড়িয়ে আছেন। আফিফ ব্যাট করছেন ২৬ রানে।

নাজমুল একাদশ:

সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

তামিম একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আকবর আলী।

সংক্ষিপ্ত স্কোর:

নাজমুল একাদশ: ২৫ ওভারে ৩/১০১