টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত বিশ্বকাপে অংশ নিতে আইসিসির শরণাপন্ন পিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:48 সোমবার, 19 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

নানা জল্পনা কল্পনা পেরিয়ে ২০২১ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভারতের ভিসার নিশ্চয়তা চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের বিষয়টি উত্তেজনাপূর্ণ ছিল, এ কারণেই পিসিবি ক্রিকেটের এই অভিভাবক সংস্থাটির কাছে আশ্বাস চেয়েছে যে পাকিস্তানের খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের ভিসা প্রক্রিয়া আইসিসি দ্বারা পরিচালিত হবে।

পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খাম সংবাদসংস্থা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি আরও জানান, দুইও দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ হওয়া এখন পর্যন্ত অসম্ভব। 

ওয়াসিম খান বলেন, 'এটি (ভিসা নিশ্চিতকরণ) আইসিসির বিষয়। আমরা আমাদের উদ্বেগ নিয়ে আলোচনা করেছি। একটি 'আয়োজক চুক্তি' রয়েছে যা খুব স্পষ্টভাবে জানিয়েছে যে স্বাগতিক দেশকে (ভারতকে) টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলির জন্য ভিসা ও আবাসন সরবরাহ করতে হবে, এবং পাকিস্তান তাদের মধ্যে একটি।' 

'আমরা ডিসেম্বর-জানুয়ারী পর্যন্ত একটি সময়সীমা চেয়েছি। আমরা আমাদের খেলোয়াড়রা ভিসা পাপ্তির নিশ্চয়তা আইসিসির কাছে চেয়েছি  এবং আমরা আশাবাদী আইসিসি এবং বিসিসিআই বিষয়টি আমলে নেবে। সেই সঙ্গে ভারতের সরকারের কাছ থেকে এই নির্দেশনা ও নিশ্চয়তা অবশ্যই স্পষ্টভাবে আসা দরকার।

ক্রিকেট নিয়ে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব বেশ পুরাতন। আন্তর্জাতিক কোনো ইভেন্ট পাকিস্তান আয়োজন করলে সেখানে অংশগ্রহণ করায় বাধ সাধে ভারত। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে পাকিস্তানের বেলায়ও।

চলতি বছরের স্থগিত হওয়া এশিয়া কাপ অনুষ্ঠিত হবার কথা ছিল পাকিস্তানে। কিন্তু এশিয়া কাপের সেই আসরটিতে অংশ নিতে অপারগতা জানায় ভারত। সে সময় পাকিস্তানও পাল্টা হুমকি দেয় ভারত এশিয়া কাপে অংশ না নিলে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। 

কিন্তু পরবর্তীতে এশিয়া কাপের আসরটি শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়েছিল যা কিনা করোনার কারণে স্থগিত করা হয়েছিল।