ক্রিকেট

মিরপুরের সাংবাদিকরাই এখন ক্রিকেটার

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:25 শনিবার, 17 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সাংবাদিকরাই যখন ক্রিকেটার। সারা বছর ক্রিকেট নিয়ে লেখালেখির সঙ্গে খেলাধুলা করে আসছিলেন তারা। গেল বছরের অক্টোবর-নভেম্বর থেকে নিয়মিত অনুশীলনের পাশাপাশি বিভিন্ন দলের সঙ্গে ম্যাচ খেলে চলেছেন ক্রিকেটার রিপোর্টারদের দল মিরপুর ক্রিকেটার্স।

নিজেদের মধ্যে দল গঠন করেই যাত্রা শুরু হয়েছিলো দলটির। গেল বছর বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সময় প্রতিদিন সকাল ৭টা থেকে অনুশীলন করতেন মিরপুরের এই সাংবাদিকরা।

১৭ই মার্চ শেষবারের মতো মাঠে নেমেছিল মিরপুর ক্রিকেটার। করোনার প্রকোপের কারণে এরপর মাঝের ৬ মাস অনুশীলন সহ ম্যাচ খেলতে পারেনি দলটি। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবারও কার্যক্রম শুরু হয়েছে তাদের।

এরই সুবাদে শনিবার আনুষ্ঠানিকভাবে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন হয়েছে মিরপুর ক্রিকেটার্সের। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যৈষ্ঠ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মাসুদ পারভেজ ও নিউজজিডটকমের বিশেষ প্রতিনিধি শামীম চৌধুরী। 

মিরপুর ক্রিকেটার্সের জার্সি স্পন্সর হিসেবে আছে ওয়ালটন গ্রুপ। জার্সি উন্মোচনের পর মিরপুর ক্রিকেটার্সের আধিনায়ক আরিফুল ইসলাম রনি বলেন, ‘সারা বছর ক্রিকেটের সঙ্গে থাকতে হয়, ক্রিকেট নিয়ে লিখি আমরা।' 

'কেবল পেশাগত কারণে নয়, ক্রিকেটের প্রতি আবেগও এর অন্যতম কারণ। ক্রিকেট নিয়ে লেখার পাশাপাশি আমরা নিয়মিতভাবে খেলাটি খেলেও আসছি। ক্রিকেট নিয়ে লেখার পাশাপাশি এভাবেই খেলে যেতে চাই’ আরও যোগ করেন তিনি।