প্রেসিডেন্ট'স কাপ

আসা যাওয়ার মাঝে নাজমুল একাদশের ব্যাটসম্যানরা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 20:57 বৃহস্পতিবার, 15 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রেসিডেন্টস কাপের তৃতীয় ম্যাচে তামিম একাদশের ছুঁড়ে দেয়া ২২২ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে নাজমুল একাদশ। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত দলটির সংগ্রহ ২৫ ওভারে ৫ উইকেটে ৭৪ রান। সৌম্য সরকার ৭ এবং মুশফিকুর রহিম ৫ রানে ব্যাট করছেন।

৫ উইকেট নেই নাজমুল একাদশের:  দুই ব্যাটসম্যানের বিদায়ের পর নাজমুল একাদশের হাল ধরার চেষ্টায় ছিলেন সৌম্য এবং মুশফিক। দলকে বিপদমুক্ত করতে অনেকটা মন্থর ব্যাটিংই করেছেন সৌম্য। কিন্তু ৪৭ বলে ৯ রান করার পর সাইফউদ্দিনের বলে লেগ বিফরের ফাঁদে পরে বিদায় নেন তিনি। 

এরপর আফফি নেমে মুশফিককে নিয়ে দলের অর্ধশত পূরণ করলেও শরিফুলের বলে ১৫ রানে তিনিও বিদায় নেন শরিফুলের বলে। দুই ওভার পর তৌহিদ হৃদয়কেও বিদায় করেন শরিফুল। মুশফিককে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন ইরফান শুক্কুর।

সাজঘরে সাইফ-শান্ত:  ২২২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে ধীরগতিতেই করেন দুই ওপেনার সৌম্য সরকার এবং সাইফ হাসান। তামিম একাদশের দুই পেসার সাইফউদ্দিন এবং মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান বের করতে পারছিলেন না নাজমুল একাদশের দুই ওপেনার।

শুরুর ৬ ওভারে ১০ রান স্কোরবোর্ডে তুললেও ইনিংসের ৭ম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে মোসাদ্দেক হোসেনর হাতে ক্যাচ দিয়ে বসেন সাইফ। ৭ রান আসে তাঁর ব্যাট থেকে। খানিক পর অধিনায়ক নাজমুল হোসেনকেও ফিরতি ক্যাচে বিদায় করেন এই পেসার। নাজমুল করেন এক রান। দুই ব্যাটসম্যানের বিদায় ধীরগতিতে দেখে শুনে ব্যাটিং করছেন সৌম্য এবং মুশফিক। 

সংক্ষিপ্ত স্কোর:

তামিম একাদশ: ৫০ ওভারে ২২১/৯ (তামিম ৩৩, তানজিদ ৮, এনামুল ১২, মিঠুন ৪, শাহাদাত ৩১, মোসাদ্দেক ১২, আকবর ২, সাইফ উদ্দিন ৩, মেহেদি ৮২, তাইজুল ২০*, শরিফুল ১*; তাসকিন ১০-০-৪১-১, আল আমিন ১০-১-৪৩-৩, মুকিদুল ১০-০-৪৪-১, নাঈম ১০-৪-২৮-২, সৌম্য ৫-০-৪১-০, রিশাদ ৫-০-২১-২)।

নাজমুল একাদশ: ২৫ ওভারে ৭৪/৫ (মুশফিক ৩৪*)