কাউন্টি ক্রিকেট

সাসেক্সের মরার উপর খাড়ার ঘা!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:54 বৃহস্পতিবার, 15 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

এ যেন মরার উপর খাড়ার ঘা। ইংলিশ কাউন্টি বব উইলস ট্রফিতে মিডলসেক্সের বিপক্ষে একটি ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছিলেন সাসেক্সের অস্ট্রেলিয়ান পেসার মিচ ক্লেডন। এর ফলশ্রুতিতে তাকে রেকর্ড নয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই পেসার।

অজি এই পেসারের ভুলের শাস্তি পেতে হয়েছে তার ক্লাব সাসেক্সকেও। চলতি মৌসুমের অর্জিত পয়েন্ট থেকে ২৪ পয়েন্ট কেটে নেয়া হয়েছে দলটির ঝুলি থেকে।

করোনাভাইরাসের সতর্কতা অবলম্বনে মাঠের সীমানার পাশে রাখা হয়েছিল হ্যান্ড স্যানিটাইজার। যাতে করে কিছুক্ষণ পরপর ক্রিকেটাররা তাদের হাত জীবাণুমুক্ত করতে পারেন। কিন্তু সেটা না ক্লেডন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছিলেন বলে।

এই অপরাধের জন্য প্রথমে তাঁকে সাময়িক বহিস্কার করা হলেও তদন্তের পর নয় ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেটের ইতিহাসে এই প্রথম এতো বেশি পরিমাণ ম্যাচ নিষিদ্ধ করা হলো কোনো ক্রিকেটারকে।

একই সঙ্গে ইসিবির নীতিমালার ৩.৩ ও ৩.৭ এর ধারা ভঙ্গ করায় ক্লেডনকে নিষিদ্ধ করার পাশাপাশি সাসেক্সের ২৪ পয়েন্ট কাটা হয়েছে।

২৪ পয়েন্ট কেটে নেয়ার পর তাদের বর্তমান পয়েন্ট মাত্র ১২। ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থাকা সাসেক্স নেমে গেছে ৬ষ্ঠ স্থানে। ইসিবির দেয়া এই শাস্তি মেনে নিয়েছে কাউন্টি ক্লাবটি।

অভিজ্ঞ ফাস্ট বোলার ক্লেডন ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এছাড়া ১১০টি লিস্ট এ ম্যাচ ও ১৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে ৬০৭টি উইকেট নিয়েছেন তিনি।