অস্ট্রেলিয়া ক্রিকেট

আইসিসির 'অদ্ভুত' সূচিতে আপত্তি ল্যাঙ্গারের

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 12:41 বুধবার, 14 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

ইন্টারন্যাশনাল  ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী (এফটিপি) আগামী বছরের জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

তবে এফটিপি অনুসারে এই সিরিজের (নিউজিল্যান্ড) মাঝেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকাতে যাওয়ার কথা রয়েছে অজিদের! এমনটা হলে একই সঙ্গে দুই দেশের বিপক্ষে দুটি ভিন্ন দল খেলাতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)।

আর এমন প্রস্তাবে মোটেও রাজি নন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। একই সঙ্গে দুটি দল মাঠে নামানোর ব্যাপারে ঘোর আপত্তি জানিয়েছেন তিনি। 

এসইএন রেডিওকে ল্যাঙ্গার বলেন, ‘শুধুমাত্র একজন কোচের দৃষ্টিভঙ্গি থেকে নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটের একজন সমর্থক হিসেবে আমি এটাতে আগ্রহী নই। এটি আমার ব্যক্তিগত মতামত। এটি চেয়ারম্যান (সিএর) জানেন, এমনকি প্রধান নির্বাহীও পরিস্কারভাবে জানেন যে আমি এটা পছন্দ করছি না।' 

ল্যাঙ্গার জানিয়েছেন, মহামারীরর কারণে এই বছরটি ব্যতিক্রম হলেও একই সঙ্গে দুটি ভিন্ন অস্ট্রেলিয়ান স্কোয়াড খেলানোর ব্যাপারে রাজি নন সাবেক অজি ওপেনার ল্যাঙ্গার। 

তিনি বলেছেন, 'আমি কখনোই দুটি অস্ট্রেলিয়ান দলকে এক জায়গায় রাখতে চাই না। এ বছর কোভিডের জন্য যেসব জটিলতা সৃষ্টি হয়েছে সেগুলো আমি বুঝতে পারছি। তবে এটা বুঝতে হবে যে আমরা একটি মাত্র দেশ। তাই নয় কি ? এমন নয় যে আমরা দুটি ভিন্ন দেশ এবং একটি খেলায় যোগ দিচ্ছি।'

এক সঙ্গে দুটি দেশের বিপক্ষে খেলতে হলে শীর্ষ পর্যায়ের প্রায় ৩০-৩৫ জন ক্রিকেটারের প্রয়োজন হবে। যারা অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলার সুযোগ হারাতে পারেন। ফলশ্রুতিতে টুর্নামেন্টেও এর ব্যাপক প্রভাব পড়তে পারে। 

অজিদের সঙ্গে ঘটনাটি যে এবারই প্রথম ঘটছে এমন নয়। ২০১৪-১৫ মৌসুমে একই সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও সংযুক্ত আরব আমিরাতে টেস্ট সিরিজে খেলেছে তারা।

এমনকি ২০১৭ সালে ল্যাঙ্গার যখন সংক্ষিপ্ত সময়ের জন্য দলের দায়িত্ব নিয়েছিলেন, তখনও এমন ঘটনা ঘটেছিল। সেসময় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ভারতের সঙ্গে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল সিএ।