আইপিএল

বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় হতবাক নারিন

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 18:59 সোমবার, 12 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচের পরই সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেন মাঠের আম্পায়াররা। 

সেদিনই রাতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নারিনের অবৈধ বোলিং অ্যাকশনের বিষয়টি একটি ইমেইলের মাধ্যমে নিশ্চিত করে। যদিও কোনো বড় শাস্তির মুখে পড়তে হচ্ছে না ক্যারিবিয়ান এই স্পিনারকে।

তবে নারিন অভিযুক্ত হওয়ায় যারপরনাই হতবাক কলকাতা কর্তৃপক্ষ। সোমবার নারিনকে নিয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। ত্রুটিযুক্ত বোলিং নিয়ে এতদিন কিভাবে খেলেছেন নারিন সেটি নিয়েই মূলত প্রশ্ন তুলেছে নাইট রাইডার্সরা। এই ব্যাপারে অবাক নারিন নিজেও। 

কলকাতা সেই বিবৃতিতে বলেছে, ‘এটি (নারিনের সন্দেহভাজন বোলিং) ফ্র্যাঞ্চাইজিকে এবং নারিনকে অবাক করেছে। ২০১২ সাল থেকে আমাদের হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ ২০১৫ সালে তিনি সন্দেহভাজন হন। এরপর এসআরএএসএসসি দ্বারা সম্পূর্ণরুপে মুক্ত হন। ২০১৫ সালের পর থেকে তিনি ৬৮টি ম্যাচ খেলেছেন। এই মৌসুমে ৬টি ম্যাচ খেলেছেন নারিন। যেখানে কোনো ম্যাচ অফিসিয়ালই আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে তাঁর ব্যাপারে কিছু জানায়নি।'  

এদিকে খুব দ্রুতই বিষয়টির সমাধান হবে বলে আশাবাদী কলকাতা। সে জন্য আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে তারা। এই প্রসঙ্গে  তারা বলেছে, ‘আইপিএল যে প্রক্রিয়া অবলম্বন করেছে তাতে আমরা শ্রদ্ধাশীল। এই বিষয়ে আইপিএলের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি। আমরা আশা করছি দ্রুতই এর একটি উপযুক্ত সমাধান হবে। আমরা তাদের সহযোগিতার প্রশংসা করি।’

আইপিএলে এর আগেও নারিনের বোলিং নিয়ে একাধিকবার বিতর্ক সৃষ্টি হয়েছে। একবার নিষিদ্ধও করা হয়েছিল তাঁর বোলিং। পরে তিনি অ্যাকশন বৈধ করে আবারও ফিরেছেন।