প্রেসিডেন্টস কাপ

হাফ সেঞ্চুরি হলো না ইমরুলের

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:55 রবিবার, 11 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

টসে হেরে ব্যাটিং করতে নামা মাহমুদউল্লাহ একাদশের ইনিংস শুরু হতেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। প্রায় ৪৫ মিনিট খেলা বন্ধ থাকার পর ৩ ওভারে ১৭ রান নিয়ে আবারও খেলতে নামে লাল জার্সি পরিণীত দলটি। তবে বিরতির পর শুরুটা ভালো হয়নি তাঁদের।

৩ ওভারে ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বসে মাহমুদউল্লাহ একাদশ। ৯ রানে রান আউট হয়ে ফেরেন নাঈম শেখ। তাসকিন আহমেদের বলে ১১ রানে ইনসাইড এজে বোল্ড হন লিটন। একই ভঙ্গিতে আল আমিন হোসেনের বলে ০ রানে ফেরেন মুমিনুল হক।

২১ রানে ৩ উইকেট হারিয়ে বসা দলটিকে উদ্ধারের দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ এবং ইমরুল কায়েস। দুজন মিলে দারুণ ব্যাটিং করে যোগ করেন ৭৩ রান। তবে ৫০ বলে ব্যক্তিগত ৪০ রানে নাঈম হাসানের বলে মিড উইকেটে সাইফ হাসানের হাতে ক্যাচ তুলে নেন তিনি।

ইমরুল ফিরলেও নুরুল হাসান সোহানকে নিয়ে দলের ১০০ পূরণ করেন মাহমুদউল্লাহ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত দলের স্কোর ২২ ওভারে ১০০ রানে চার উইকেট। নুরুল ০ এবং মাহমুদউল্লাহ ২৭ রানে অপরাজিত আছেন। তাসকিন, নাঈম এবং আল আমিন নিয়েছেন একটি করে উইকেট।

২০৮ দিনের অপেক্ষার পর রবিবার ক্রিকেট ফিরেছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আজ (রবিবার) ১১ই অক্টোবর বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে নাজমুল একাদশ এবং মাহমুদল্লাহ একাদশ।

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, ইবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, আমিনুল বিপ্লব।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল-আমিন (সুপার সাব), মুকিদুল ইসলাম, নাইম হাসান, রিশাদ হোসেন।