প্রেসিডেন্টস কাপ

লেগ স্পিনারের 'সুপার সাব' পেস বোলার

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:17 রবিবার, 11 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেট দিয়ে তাকাতেই স্টেডিয়ামের ফটক জুড়ে বড় করে ব্যানার টাঙ্গানো 'উই আর ব্যাক'। যার অর্থ আমরা ফিরে এসেছি।  মিরপুরে ক্রিকেট ফেরার দিন হিসেব করলে গিয়ে দাঁড়ায় ২০৮ দিন। তবে ক্রিকেট মাঠে ফেরার দিন বাধা হয়ে দাঁড়াতে পারেনি বৃষ্টিও। 

বেলা ১২ঃ৪০ মিনিটে হালকা বৃষ্টি নামার সঙ্গে উইকেট কাভার দিয়ে ঢেকে দেয়া হয়। তবে টসের আগেই বৃষ্টি চলে যাওয়ায় নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন। 

আজ (রবিবার) ১১ই অক্টোবর বিসিবি প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে দেশের ক্রিকেট। লিস্ট 'এ' মর্যাদা না থাকলেও, এই ম্যাচের জন্য প্রতিক্ষায় ছিলেন সকলেই। উদ্বোধনী দিন মুখোমুখি হচ্ছে নাজমুল একাদশ এবং মাহমুদল্লাহ একাদশ।

দুই দলের একাদশেই একজন করে লেগ স্পিনারকে রাখা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই বলা হয়েছিল লেগ স্পিনারদের সুপার সাব পদ্ধতিতে খেলানো হবে। সেই হিসেবে মাহমুদউল্লাহ একাদশে জায়গা পেয়েছেন আমিনুল ইসলাম।

নাজমুল হোসেনের দলে আছেন রিশাদ হোসেন। এই স্পিনারের সুপার সাব হিসেবে রাখা হয়েছে পেসার আল আমিন হোসেনকে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, আবু জায়েদ রাহি এবং তরুণ পারভেজ হোসেনকে বেঞ্চে বসতে হয়েছে এই ম্যাচে। 

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, ইবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, আমিনুল বিপ্লব।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল-আমিন (সুপার সাব), মুকিদুল ইসলাম, নাইম হাসান, রিশাদ হোসেন।