প্রেসিডেন্ট’স কাপ

প্রেসিডেন্ট’স কাপের পারফরম্যান্সে খুলতে পারে জাতীয় দলের দরজা: তামিম

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 17:57 শনিবার, 10 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে তিনটি দল নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রেসিডেন্ট’স কাপ। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের মতে তরুণ এবং উঠতি ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট হতে পারে জাতীয় দলের সিঁড়ি।

আসন্ন এই টুর্নামেন্ট থেকে ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে অনেক কিছু পেতে পারেন বলে বিশ্বাস করেন তামিম। সেকারণেই বিসিবি প্রেসিডেন্ট'স কাপকে গুরুত্বসহকারে নেয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে তরুণদের ভালো খেলতে উদবুব্ধ করেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

টাইগারদের ওয়ানডে দলপতি বলেন, প্রায় ৫০/৬০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলবে। ক্রিকেটে ফিরে আসছি এটা চিন্তা না করে আমার কাছে মনে হয় এখান আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু পেতে পারি। কারও যদি একটা ভালো টুর্নামেন্ট হয়, সে যদি খুব ভালো ব্যাটিং করে কিংবা বোলিংয়ে ভালো পারফরম্যান্স করে তাহলে তার জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে। এরকম যদি কোন তরুণ ক্রিকেটার থাকে তাহলে তাকে নিয়ে চিন্তা করতে পারে। এটা সবার জন্য একটা ভালো সুযোগ। এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করে নিজের জায়গাটা তৈরি করে নেয়া।’

এর আগে দলগত অনুশীলনে ফেরার পর ২৬ ক্রিকেটারকে নিয়ে দুইদিনের দুইটি অনুশীলন ম্যাচ আয়োজন করে বিসিবি। অনুশীলন ম্যাচেও প্রেসিডেন্ট'স কাপের রোমাঞ্চ ভর করেছিল ক্রিকেটারদের। তামিম নিজেই জানিয়েছেন এমনটা।

তিনি বলেছেন, ‘অবশ্যই এটা রোমাঞ্চকর। আমরা একটু ভাগ্যবান যে আমরা দুইটা অনুশীলন ম্যাচ খেলেছি। এই রোমাঞ্চটা সেখানেও একটু কাজ করেছে। কিন্তু এটা একটু ভিন্ন, কারণ এটা একটা টুর্নামেন্ট। যেখানে জয় পরাজয় নিয়ে অনেক কিছু নির্ভর করবে।’

টুর্নামেন্টর প্রথম দিন নাজমুল হোসেন শান্তের দলের বিপক্ষে লড়বেন মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের ক্রিকেটাররা। রোববার (১১ অক্টোবর) দুপুর দেড়টায় মিরপুরে শুরু হবে দিবা-রাত্রির এই ম্যাচ। ফেসবুকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

রবিবার থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও অংশ নেবেন এইচপি এবং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী সদস্যরা। তিনটি দলের নাম দেয়া হয়েছে তামিম একাদশ, মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ।