আইপিএল

শৈশবের আদর্শ যখন প্রতিপক্ষ

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 14:22 বৃহস্পতিবার, 08 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

মানুষের জীবন যেন একটি মহাকাব্য, একটি বিশাল উপন্যাস কিংবা অসংখ্য ছোটগল্পের সমাহার। যেখানে ভিন্নতা দেখা যায় প্রতিটি পৃষ্ঠায় কিংবা প্রতিটি দৃশ্যকল্পে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় মানুষের জীবনের গল্প, পাল্টে যায় পথচলা।

কলকাতা নাইট রাউডার্সের স্পিনার বরুণ চক্রবর্তীর কথাই ধরা যাক।  ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে খেলা এই লেগস্পিনার ঘরোয়া ক্রিকেট খেলছেন সর্বসাকুল্যে দুই বছরের একটু বেশি। তাতেই আইপিএলে যে পরিমাণ টাকা আয় করছেন তা চোখ কপালে উঠার মতো।

যদিও আইপিএলে সুযোগ পাওয়ার আগে চেন্নাই সুপার কিংসের নেট বোলার ছিলেন তিনি। যেখানে ধোনির সাথে কাজ করে উপকৃত হয়েছিলেন। আইপিএলের প্রথম আসরের নিলামের সময়ই আলোচনায় এসেছিলেন কর্ণাটকের এই ক্রিকেটার।

গত আসরের নিলামে ৮.৪ কোটি টাকায় তাঁকে দলে ভিড়িয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। তবে একটির বেশি ম্যাচ খেলা হয়নি পাঞ্জাবের হয়ে। ওই এক ম্যাচ খেলেই ইনজুরিতে পড়ে পুরো আসর থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। 

গত আসরের ন্যায় নিলামে ছিলেন এবারের আসরেও। তবে এবার ছিলেন আনক্যাপড খেলোয়াড়ের তালিকায়। সেখান থেকে ৪ কোটি টাকায় বরুণকে দলে নেয় নাইটরা। ৪ কোটি টাকা খরচার ফলও পাচ্ছে দীনেশ কার্তিকদের দল। 

কর্ণাটকে জন্ম নেয়া এই ক্রিকেটার গত ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ৪ ওভারে ২৮ রান দিয়ে মহেন্দ্রা সিং ধোনির উইকেটটি নিয়েছেন। যা তাঁর কাছে স্বপ্নের মতোই একটা ব্যাপার। কারণ ভারতের সাবেক এই অধিনায়কের খেলা দেখতেই একটা সময় স্টেডিয়ামে আসতেন ২৯ বছর বয়সী এই স্পিনার।

সেই ধোনির বিপক্ষে বল করার সময় কিছুটা চাপ অনুভব করছিলেন বরুণ। তবে এরপরেও ধোনির উইকেট শিকার করতে সক্ষম হন তিনি। কলকাতার এই স্পিনার বলেন, ‘হ্যাঁ (ধোনির বিপক্ষে বল করার সময় চাপ অনুভব করেছেন)। তিন বছর আগে চিপাকের স্ট্যান্ডে এসে আমি দর্শকদের সঙ্গে ভিড় করতাম। আমি ধোনির ব্যাটিং দেখতে আসতাম। আর এখন আমি তার বিপক্ষে বল করছি। এটা আমার কাছে স্বপ্নের মুহূর্ত ছিল।'

ধোনির বিপক্ষে বল করার সময় কলকাতার এই স্পিনার ভালো জায়গায় বল করে উইকেট তোলার সুযোগ তৈরি করতে চেয়েছিলেন। যা করতে পেরে বেশ খুশি তিনি। এই প্রসঙ্গে বরুণ বলেন, ‘মাহি ভাই ভালোই খেলছিলেন। আমি শুধু ভাবছিলাম, আমি যদি ভালো জায়গায় বল করতে পারি , তবে আমি উইকেট নেওয়ার সুযোগ পাব। যা আমি করতে পেরেছি।’

চলতি মৌসুমে কলকাতার হয়ে ৪টি ম্যাচ খেলেছেন বরুণ। যেখানে ৭.৯৩ ইকোনোমিতে ৫ উইকেট নিয়েছেন এই লেগস্পিনার।