আইপিএল ২০২০

ধোনিদের পারফরম্যান্সে হতাশ ফ্লেমিং

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 11:35 বৃহস্পতিবার, 08 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১০ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিন কলকাতার দেয়া ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৯০ রান তোলে চেন্নাই। কিন্তু হাতে ৯ উইকেট থাকার পরও শেষ ১০ ওভারে ৭৮ রান তুলতে ব্যর্থ হয় মহেন্দ্রা সিং ধোনির দল। 

তবে শেন ওয়াটসন ও আম্বাতি রাইডু যখন ব্যাট করছিলেন তখন মনে হচ্ছিল সহজেই জয় পেয়ে যাবে চেন্নাই। ওয়াটসন ৫০ রান করে ফিরে গেলে শেষ দিকে দলকে টানতে পারেননি ধোনি- কেদার যাদবরা। দলের এমন পারফরম্যান্সে তাই স্বাভাবিকভাবেই হতাশ চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং। হারের এই অভিজ্ঞতাকে ভুলে যেতে চান তিনি। 

ম্যাচ শেষে সাবেক কিউই অধিনায়ক বলেন, 'আজকের পারফরম্যান্স এবং অভিজ্ঞতা আমাদের ভুলে যাওয়া উচিত। আপনি এমন একজন ব্যাটসম্যানকে চাইবেন যে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ওরা (কলকাতা) ওপেন করানোর জন্য মানসম্পন্ন খেলোয়াড় পেয়েছে। নারিনের ওভার রেখে দিয়ে শেষটাকে তারা কঠিন করে তুলেছিল।’

এদিন চাপের মুখেই মূলত ভেঙ্গে পড়েছে চেন্নাই। তবে শেষে দিকে সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে না পারাতেই এই পরাজয় বরণ করতে হয়েছে বলে মনে করন ফ্লেমিং। তিনি বলেন, ‘আপনি ব্যাটম্যানদের দিকে তাকিয়ে আছেন, তারা যেন পাঁচ ওভারে জুটি গড়ে ৭৫ বা তার অধিক রান তোলে। খেলাটি অন্য রকম হতে পারত। তবে কলকাতা আমাদের উপর চাপ তৈরি করেছে। কিন্তু আমরা শেষ দিকে পেরে উঠিনি। আমরা হতাশ কারণ আমরা হাতছাড়া করেছি।' 

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ জয়ের পাশাপাশি ৪ ম্যাচে হেরেছে গত আসরের রানার্সআপ চেন্নাই। বর্তমানে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে ধোনির দল। আগামী ১০ অক্টোবর চার নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে তারা।