তিন দলীয় সিরিজ

ইনজুরিকেই 'জয়' করতে পারছেন না মৃত্যুঞ্জয়

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 22:23 বুধবার, 07 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

স্বপ্নের বিশ্বকাপের মাঝ পথ থেকেই দেশে ফিরে আসতে হয়েছিল মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকে। মাঝে কেটে গেছে প্রায় সাত মাস। সেই ইনজুরির কারণে আবারও ছিটকে যেতে হলো তাকে। এই ইনজুরিকেই জয় করে ফিরতে পারছেন না এই তরুণ। 

আসন্ন তিন দলের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন মৃত্যুঞ্জয়।১ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে টুর্নামেন্টে মাহমুদউল্লাহ একাদশের হয়ে খেলার কথা ছিল তাঁর। বদলি হিসেবে আবু হায়দার রনিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। মিনহাজুল আবেদীন বলেন বলেন, 'কাঁধের ইনজুরির কারণে মৃত্যুঞ্জয় ওয়ানডে সিরিজে খেলতে পারছে না। পহেলা নভেম্বরের আগে সে মাঠে নামতে পারবে না। ওর জায়গায় আমরা আবু হায়দার রনিকে দলে নিয়েছি। যে স্টান্ড বাই দলে ছিল।'

ওয়ানডে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও নভেম্বরের কর্পোরেট টি-টোয়েন্টি লিগে খেলার ব্যাপারে আশাবাদী মৃত্যুঞ্জয়। তিনি বলেন, 'ওয়ানডে টুর্নামেন্টটা খেলতে পারছি না। কাঁধের ইনজুরি এখনও সেরে উঠেনি। আশা করছি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরতে পারব।'

যুব বিশ্বকাপ চলাকালীন সময় চোট পাওয়ায় টুর্নামেন্টের মাঝেই দেশে ফিরতে হয়েছিল মৃত্যুঞ্জয়কে। এরপর গেল ১১ মার্চ অস্ট্রেলিয়ায় মেলবোর্নে হয় এই তরুনের অস্ত্রোপচার। এরপর ৭ মাস পার হয়ে গেলেও এখনো পুরো ফিট হয়ে ওঠেননি ১৯ বছর বয়সী এই তরুণ।

এদিকে প্রথমে ঘোষিত দলে না থাকলেও হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডে নেওয়া হয়েছে শামীম হোসেনকে। ২০ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে এইচপি স্কোয়াড এখন ২৬ জনের। মঙ্গলবার মোট চার ক্যাটাগরিতে ২৫ জনের এইচপি স্কোয়াড ঘোষণা করে বিসিবি। বুধবার থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে তাদের অনুশীলন।

মাহমুদউল্লাহ একাদশঃ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ডবাই: সানজামুল ইসলাম, হাসান মুরাদ।