ত্রিদলীয় ওয়ানডে সিরিজ

তামিমের সঙ্গে একই দলে, স্বপ্ন পূরণ 'ছোট' তামিমের

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 20:39 বুধবার, 07 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

দুজনেরই নাম তামিম, আবার দুজনই বাঁহাতি। একজন বিশ্বমঞ্চে রাজত্ব করে চলেছেন, তো আরেকজন বিশ্বমঞ্চে রাজত্ব করার স্বপ্নে বিভোর। এক তামিমের সঙ্গে আরেক তামিমের বয়সের পার্থক্য ১১ বছর। বড় তামিমের জন্ম নব্বই দশকে তো ছোট তামিম একবিংশ শতাব্দীতে।

তামিম ইকবাল যুব বিশ্বকাপে খেলেছেন ২০০৬ সালে। সে সময় তাঁর কাঁধে ভর করেই যুব বিশ্বকাপে সেরা সাফল্য কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এর ১৪ বছর পর যুব বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। সেই দলের ওপেনার তানজিদ হাসান তামিম। এক তামিমের কাঁধ থেকে আরেক তামিমের কাঁধে সাফল্যের বড় চুড়ায় পৌঁছেছে বাংলাদেশ।

সময় পেরিয়ে সিনিয়র তামিম এখন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দেশের অন্যতম সেরা ওপেনার এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান। অন্যদিকে বিশ্বকাপ জিতে আসা তরুণ তামিম নিজেকে তৈরি করতে ব্যস্ত বড় মঞ্চের জন্য। আর এই দুই যুগের 'দুই তামিমের' যে ক্রিকেট দেখা হচ্ছে শীঘ্রই।

শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিম-মুশফিকদের ৩টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছিল। দুটি দুই দিনের এবং একটি তিন দিনের। তবে তিন দিনের সেই প্রস্তুতি ম্যাচের বদলে এখন হবে তিন দলের ওয়ানডে সিরিজ। 

যা শুরু হবে ১১ই অক্টোবর থেকে। মোট ৪৫জন ক্রিকেটার তিনটি দলে ভাগাভাগি হয়ে খেলবেন। আর এখানেই দেখা হতে যাচ্ছে দুই তামিমের। ছোট তামিম খেলবেন বড় তামিমের নেতৃত্বে। সুযোগ থাকলে করবেন এক সঙ্গে ওপেনিংও। ১৩ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচ খেলবে তামিম একাদশ। 

যুব বিশ্বকাপে দারুণ পারফর্ম করার তানজিদ তামিম পাশাপাশি জিতেছেন বিশ্বকাপ। এরপর দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে হাঁকিয়েছেন সেঞ্চুরি। বিকেএসপির মাঠে খেলেছিলেন অনবদ্য ১২৫ রানের ইনিংস। 

এরপর ইস্ট জোনের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) একটি ম্যাচ খেলে এক ইনিংসে করেছিলেন ৮২। ফর্মের তুঙ্গে থেকেই শাইনপুকুরের হয়ে সুযোগ পেয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগেও। সেই ম্যাচেও হাঁকিয়েছিলেন হাফ সেঞ্চুরি। তবে বাঁহাতি এই ব্যাটসম্যানের ভালো ফর্মে বাঁধা হয়ে দাঁড়ায় করোনাভাইরাস।

প্রায় ৭ মাস পর আগামী রবিবার আবারও মাঠে নামতে যাচ্ছেন তরুণ তামিম। একাদশে থাকলে তামিম একাদশের হয়ে করতে পারেন ওপেনিংও। লম্বা সময় পর ক্রিকেট মাঠে ফিরতে পারার আনন্দে উচ্ছ্বসিত এই তরুণ।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে জানিয়েছেন, তামিমের সঙ্গে ওপেন করতে মুখিয়ে আছেন। ছোট থেকেই যার খেলা দেখে বড় হয়েছেন, যাকে অনুসরণ করেছেন তাঁর দলেই সুযোগ পেয়েছেন খেলার। এ যেন তাঁর কাছে স্বপ্ন পূরণের মতোই।

তানজিদ তামিম বলেন, 'সত্যি ভালো লাগার বিষয়। ছোট থেকেই তামিম ভাইকে দেখে বড় হয়েছি, তাঁর খেলা দেখেছি। সব সময় উনাকেই ফলো করার চেষ্টা করেছি। একটা ইচ্ছা ছিল, সেটা হয়তো পূরণ হতে যাচ্ছে ইন শা আল্লাহ। যদি ভালো খেলতে পারি আরও বেশী ভালো লাগবে। একাদশে থাকব কি থাকব না সেটা জানি না। তবে সুযোগ পেলে সেটাকে লুফে নেয়ার সম্পূর্ণ চেষ্টা করব।' 

সিনিয়র তামিমের কাছ থেকে অনেক কিছু নেয়ার ইচ্ছে আছে ছোট তামিমের। এই প্রসঙ্গে ১৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'এটা অনেক বড় একটা সুযোগ। ওনার থেকে অনেক কিছু নেয়ার বা শেখার চেষ্টা করব। উনি কিভাবে সব কিছু ম্যানেজ করেন, চাপের মাঝে কিভাবে নিজেকে সামাল দেন। নিজের তরফ থেকে শতভাগ চেষ্টা থাকবে এই সুযোগটা কাজে লাগানোর। কারণ এমন সুযোগ তো বার বার আসে না।'

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।