ভারতীয় ক্রিকেট

দলে নিয়মিত হতে রাহুলকে টোটকা দিলেন লারা

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 18:32 বুধবার, 07 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় দলে জায়গা পাওয়ার পর থেকে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন লোকেশ রাহুল। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও সমানভাবে পারফর্ম করছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার মতে দলে নিয়মিত জায়গা পেতে হলে কিপিং নিয়ে না ভেবে ব্যাটিংয়ে মনোযোগ দিতে হবে রাহুলকে। ডানহাতি এই ব্যাটসম্যানকে অসামান্য একজন খেলোয়াড় হিসেবেই বিবেচিত করছেন লারা। 

ক্যারিবিয়ান কিংবদন্তি বলেন, 'সবার আগে আমি রাহুলকে বলতে চাই, ভারতীয় স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য উইকেটকিপিং নিয়ে বেশি চিন্তা না করতে। সে দারুণ একজন ব্যাটসম্যান, তাই তাকে সেদিকে (ব্যাটিং) নজর দেওয়া উচিত এবং প্রচুর রান করা উচিত।'

ব্যাট হাতে আইপিএলের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রাহুল। একটি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরিতে ৫ ম্যাচে ৩০২ রান করেছেন তিনি।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও দাপট দেখিয়েছেন এই ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। ওয়ানডে সিরিজে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিতে ২০০ রান সংগ্রহ করেন তিনি। 

ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৬টি টেস্ট, ৩২টি ওয়ানডে এবং ৪২টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লোকেশ রাহুল। যেখানে টেস্টে ৩৪.৫৮ গড়ে তাঁর সংগ্রহ ২ হাজার ৬ রান।

অপরদিকে ৪৭.৬৫ গড়ে ওয়ানডেতে এক হাজার ২৩৯ রান করেছেন তিনি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৫.৬৫ গড়ে এক হাজার ৪৬১ রান রয়েছে এই ডানহাতির।