কর্পোরেট লিগ

কর্পোরেট লিগ দিয়ে ফিরছেন সাকিব

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 19:14 মঙ্গলবার, 06 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে আগামী নভেম্বরে মাঝামাঝিতে শুরু হবে টি-টোয়েন্টি কর্পোরেট টুর্নামেন্ট। পাঁচ দলের ওই টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন সাকিব আল হাসান।

চলতি অক্টোবরে শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে কোয়ারেন্টাইনের সময়কাল নিয়ে বনিবনা না হওয়ায় স্থগিত করা হয় সিরিজটি। 

এর ফলে অপেক্ষা বাড়ে সাকিবের মাঠে ফেরার। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার প্রহর শেষ হচ্ছে সমর্থকদের। বিসিবি কর্তৃক আয়োজিত কর্পোরেট লিগে খেলতে দেখা যাবে এই টাইগার অলরাউন্ডারকে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। কর্পোরেট লিগে সাকিব খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, 'হ্যাঁ, আমি তো সেটাই জানি।'

করোনাকালে পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। মাঠে ফেরার লক্ষ্যে সেপ্টেম্বরের শুরু থেকে বিকেএসপিতে অনুশীলন করেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে লঙ্কা সফর স্থগিত হওয়ায় আবারও যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন তিনি।