তিন দলীয় সিরিজ

তিন দলীয় সিরিজের ফাইনাল দেখা যেতে পারে বিটিভিতে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:47 মঙ্গলবার, 06 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

বাংলাদেশ জাতীয় দল এবং হাই পারফরম্যান্স দলের ক্রিকেটারদের নিয়ে একটি তিন দলীয় সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টের সব ম্যাচ দেখা যাবে অনলাইনে। ফাইনাল ম্যাচটি টিভিতে সম্প্রচারের চেষ্টা করবে বিসিবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী ১১ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হবে। আর ফাইনাল ম্যাচটি হবে ২৩ অক্টোবর।

নাজমুল হাসান বলেন, 'তিনটা খুব সুন্দর টিম হয়েছে বলে আমাদের ধারণা। এই তিনটা টিম নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করছি। এর ফাইনালটা আমরা টিভিতে দেখানোর চিন্তা ভাবনা করছি কিভাবে লাইভ দেখানো যায়। এর আগে পর্যন্ত প্রত্যেকটা খেলা লাইভ স্টিমিং করবো। বিভিন্ন মাধ্যমে আমরা এটা করতে চাচ্ছি।'

এই টুর্নামেন্টের নাম এখনও ঠিক হয়নি। তবে তিনটি দল গঠন করে ফেলেছেন বাংলাদেশ দলের নির্বাচকরা। তিনটি দলের নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত। প্রতি দলের স্কোয়াডে আছেন ১৫ জন করে ক্রিকেটার। প্রত্যেকে অন্তত দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, 'আমরা ১১ তারিখ থেকে একটা টুর্নামেন্ট চালু করতে যাচ্ছি। তিনটা টিম করছি আমরা। এটা ওয়ানডে টুর্নামেন্ট হবে। সর্বোচ্চ যে কয়জন খেলোয়াড়কে আমরা অন্তর্ভূক্ত করতে পারি শর্ত হচ্ছে প্রতি টিমের ১৫ জন করে প্লেয়ার থাকবে। অন্তত দুটো ম্যাচে খেলার সুযোগ পেতে হবে।'

বিসিবির সভাপতির সংবাদ সম্মেলন শেষে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশের সরকারী টেলিভিশন চ্যালেন বিটিভির সঙ্গে ম্যাচটি সম্প্রচারের জন্য কথা বলছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।