ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়া সফরের আগে দুবাইয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে পূজারাদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:59 মঙ্গলবার, 06 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। এই আসর শেষ হবার পরপরই ভারত জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরে যাবার কথা রয়েছে। সরাসরি আরব আমিরাত থেকেই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন কোহলি-পূজারারা।

আইপিএল শেষ হবার আগেই টেস্ট দলের ভেতর যারা আইপিএলে অংশ নিচ্ছেন না তাঁরা আসবেন সংযুক্ত আরব আমিরাতে। এরপর দুবাইয়ে ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে চেতেশ্বর পূজারা, হুনুমান বিহারী, হেড কোচ রবি শাস্ত্রী ও সাপোর্ট স্টাফদের।

দুবাইয়ে ছয় দিনের কোয়ারেন্টাইন শেষে দলের বাকি সদস্যেদের সাথে যুক্ত হয়ে অস্ট্রেলিয়া উদ্দেশ্যে বিমানে উঠবেন তাঁরা। জানা গেছে, ২৩-২৫ সদস্যের স্কোয়াড নিয়ে সিরিজ খেলতে যেতে পারে ভারত। 

করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এখন পর্যন্ত ফেরা হয়নি ভারতের। তবে ইতোমধ্যে ফ্রাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলে ফিরেছেন কোহলি-রোহিতরা।

ভারতে করোনা পরিস্থিতি অনুকূলে না থাকায় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের ১৩তম আসর।  আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আইপিএল শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলার সূচি রয়েছে ভারতের। ডিসেম্বরের ৩ তারিখ থেকে শুরু হবে সিরিজটি। আর শেষ হবে ৩০ ডিসেম্বর।

আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের মাঝে থেকে খেললেও অস্ট্রেলিয়া সফরে গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে কোহলিদের। তবে কোয়ারেন্টাইনের সময় শিথিল করার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আলোচনা করছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।