এইচপি

এইচপি ক্যাম্পের সবাই করোনা নেগেটিভ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:19 মঙ্গলবার, 06 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

জাতীয় দল, ‘এ’ দল এবং হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) নিয়ে একটি ওয়ানডে সিরিজের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তার আগে ৭ অক্টোবর মিরপুরে শুরু হতে যাচ্ছে হাইপারফরম্যান্স ইউনিটের ক্যাম্প। 

ক্যাম্প শুরুর আগে অবশ্য সোমবার (৫ অক্টোবর) এইচপির ক্রিকেটার ও কোচিং স্টাফসহ মোট ৪০ জনের করোনা পরীক্ষা করেছিল বিসিবি। মঙ্গলবার (৬ অক্টোবর) জানা গেছে এই পরীক্ষার ফলাফল। সবারই করোনা নেগেটিভ এসেছে। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে প্রায় ৪০ জনের করোনা পরীক্ষা করিয়েছিলাম। সবারই নেগেটিভ এসেছে। ফলে ক্যাম্পে যোগ দিতে বাঁধা নেই কারও।'

লঙ্কা সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। মঙ্গলবার (৬ অক্টোবর) শেষ হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি। এরপরই শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ।

১১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে ওয়ানডে সিরিজটি। যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে জানা গেছে, এই সিরিজের প্রত্যেকটি ম্যাচই হবে দিবারাত্রি এবং দর্শকশুন্য স্টেডিয়ামে। একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার পর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে পারে ফাইনাল।

এই সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে কয়েকদিন সময় পাবেন এইচপি এবং ‘এ’ দলের ক্রিকেটাররা। তবে ক্যাম্পের শুরুতে এইচপির ক্রিকেটাররা নবনিযুক্ত ইংলিশ হেড কোচ টবি র‌্যাডফোর্ডকে পাচ্ছে না। ক্যাম্পের দ্বিতীয় সপ্তাহ থেকে শিষ্যদের সঙ্গে যোগ দিতে পারেন এই ইংলিশম্যান। এই সিরিজের পরও এইচপি দলের ক্যাম্প চলবে।