পাকিস্তান ক্রিকেট

সাকিব-উইজদের ছুঁলেন আফ্রিদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:15 সোমবার, 05 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

ফর্মের তুঙ্গে আছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। সর্বশেষ ৫টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে তিনটিতেই ৫ বা ততোধিক উইকেট পেয়েছেন তিনি। পাকিস্তানে চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সিন্ধের বিপক্ষে ২১ রানে ৫ উইকেট নিয়েছেন।

এর আগে বেলুচিস্থানের বিপক্ষে ২০ রানের বিনিয়মে ৫ উইকেট নিয়েছিলেন খাইবার পাখতুনখোয়ার হয়ে খেলা এই পেসার। এর আগে ভাইটালিটি ব্লাস্টে মিডল সেক্সের বিপক্ষে টানা চার বলে ৪ উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করেছিলেন তিনি।

সেই ম্যাচে ১৯ রানে ৬ উইকেট নিয়ে নিজের বোলিং শেষ করেছিলেন আফ্রিদি। এর মধ্যে দিয়ে আফ্রিদি তার ক্যারিয়ারে চতুর্থবারের মতো টি-টোয়েন্টিতে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন।

সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে আফ্রিদির চেয়ে বেশিবার ৫ উইকেট নিয়েছেন কেবল লাসিথ মালিঙ্গা। তিনি ৫ বার পাঁচ উইকেট নিয়েছেন। এ ছাড়া আফ্রিদির মতো সমান ডেভিড উইজ এবং সাকিব আল হাসান।

চলতি বছর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের মধ্যে শীর্ষে আছেন আফ্রিদি। তিনি এ বছর ৩৬ উইকেট শিকার করেছেন। দ্বিতীয় স্থানে থাকা রশিদ খানের শিকার ৩৩ উইকেট। শাদাব খান এবং হারিস রউফ নিয়েছেন ৩১টি করে উইকেট।