প্রস্তুতি ম্যাচ

বিস্মিত হয়ে মাঠ ছাড়লেন ইমরুল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:14 সোমবার, 05 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

দারুন এক রিভার্স সুইপে তাইজুল ইসলামকে বাউন্ডারি হাঁকিয়ে নজর কেড়ে নেন ইমরুল কায়েস। খানিক আগেই হাফ সেঞ্চুরি পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান পৌঁছে যান ব্যক্তিগত ৬০ রানে। ক্রিজে থাকা অবস্থায় পরিকল্পনা তখন একটাই ছুঁতে হবে তিন অঙ্ক।

৩১ ওভারে তাইজুলকে সামাল দেয়া ইমরুল ৩২ নম্বর ওভারের পঞ্চম বলে তাসকিনকে আর সামাল দিতে পারলেন না। ডানহাতি এই পেসারের বাউন্সারকে পুল করতে গিয়ে উল্টো তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেলেন এই ওপেনার। সেখানেই শুরু হয় বিতর্ক।

মাটিতে নুইয়ে পরে তাসকিন ক্যাচ ধরলেও ইমরুল ডাগ আউটে ফিরতে চাচ্ছিলেন না। আম্পায়ার সফট সিগনালে আউট দিলেও ৬০ রান করা এই ব্যাটসম্যান লেগ আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করছিলেন যে বলটি হাতে আসার আগে মাটিতে পরেছে।

প্রস্তুতি ম্যাচ হওয়ায় রিভিউ সিস্টেম নেই। এমন সময় ইমরুলের কাছে গিয়ে মাঠ ছাড়তে বলেন তামিম। অনেকটা বিস্মিত হয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়েন দেশের হয়ে ৩৯টি টেস্ট খেলা এই ক্রিকেটার। 

ইমরুলকে আউট করা ছাড়াও এদিন তাসকিন আহমেদকে বেশ ছন্দে দেখা গেছে। ওপেনার সাইফ হাসান এবং নাজমুল হসে শান্তকেও বিদায় করেন তাসকিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাসকিনের শিকার ৪৪ রানে ৩ উইকেট।