পাকিস্তান সফরের আগে জৈব সুরক্ষা নিয়ে চিন্তিত জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলছে জৈব সুরক্ষা বলয় প্রস্তুতের কাজ। আর সেই কাজের অগ্রগতি দেখতে ৫ সদস্যের একটি পরিদর্শক দল প্রেরণ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)।


চলতি মাসের ৩০ তারিখ থেকে সিরিজটি শুরু হবার কথা রয়েছে। এই সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডের কাছ থেকে জৈব সুরক্ষা বলয় এবং পরিবেশ তৈরির বিষয়ে সাহায্য চেয়েছে পিসিবি। ইংল্যান্ডের আদলে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে যায় তাঁরা।


promotional_ad

বর্তমানে জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থেকে পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় টি-টোয়েন্টি কাপ। এর সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে আসন্ন সিরিজের ভবিষ্যৎ।


২০১৫ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে। ইতোমধ্যেই ৩২ সদস্যের দল প্রেরণের কথা পিসিবিকে নিশ্চিত করেছে ক্রিকেট জিম্বাবুয়ে।  আশা করা যাচ্ছে আগামী ১০ অক্টোবর পাকিস্তানে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।


এরপর ৪৮ ঘণ্টার ব্যবধানে দুইবার করোনা পরীক্ষা করানো হবে তাঁদের। করোনা নেতিবাচক হলেই সিরিজের জন্য প্রস্তুতি শুরু করতে পারবেন রোডেশিয়ানরা।


৩০ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball