আইপিএল

কোহলির অধিনায়কত্বে বোলাররা স্বাধীন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:09 শুক্রবার, 02 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আক্রমনাত্মক অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক আঙিনায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিরাট কোহলি। দলের সাফল্যের জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পিছ পা হননা ভারতীয় জাতীয় দল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অধিনায়ক। তবে তিনি বোলারদের তিনি পূর্ণ স্বাধীনতা দেন বলে জানালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল। 

এবারের আসরেই আইপিএল ক্যারিয়ারে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন চাহাল। জাতীয় দল ও আইপিএল দুই জায়গাতেই কোহলির অধিনায়কত্বে খেলার অভিজ্ঞতা হয়েছে তার। চাহাল জানান, অধিনায়ক হিসেবে বোলারদের নিজের ইচ্ছেমতো ফিল্ডিং সাজানোর পূর্ণ স্বাধীনতা দেন কোহলি, ভরসা রাখেন তাদের ওপর। 

তার ভাষায়, 'ছয় বছর হলো আমি কোহলি ভাইয়ের অধীনে খেলছি। তিনি আমাদের ওপর ভরসা রাখেন। সবসময়ই বলেন, তোমার বোলিংয়ের সময় তুমিই অধিনায়ক। যেমন ইচ্ছে ফিল্ডিং সাজাও, যদি তাতে কাজ হয় না তখন তিনি প্ল্যান বি-তে যান। বোলার এবং তরুণদের তিনি সবসময়ই আত্মবিশ্বাস যোগান। জাতীয় দলে হোক বা আরসিবি, প্রত্যেক বোলারের ফিল্ডিং সাজানোর স্বাধীনতা থাকে।' 

চলতি আসরে ব্যাঙ্গালুরুর হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক চাহাল। ৩ ম্যাচে ওভার প্রতি ৭.৫৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরাও। 

ওই ম্যাচে দুর্দান্ত বল করা চাহাল তুলে নেন মনিষ পান্ডে, জনি বেয়ারস্টো ও বিজয় শঙ্করের উইকেট। শেষ পর্যন্ত সানরাইজার্স ম্যাচ হারে ১০ রানে। যদিও চাহালের অধিনায়ক বিরাট কোহলির সময়টা একদমই ভালো কাটছে না। 

তিন ম্যাচে মাত্র ১৮ রান করেছেন তিনি। আগামী শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবেন কোহলিরা। এখনো আইপিএলে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার।