এলপিএল

পিছিয়ে গেল এলপিএল শুরুর দিনক্ষণ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:07 বুধবার, 30 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরুর দিনক্ষণ পিছিয়ে গেল। ১৪ নভেম্বরের জায়গায় এই ফ্র্যাঞ্চাইজি আসরটি অনুষ্ঠিত হবে আগামি ২১ নভেম্বর। মূলত আইপিএলের কারণেই পিছিয়ে গেল জমজমাট এই আসরটি।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশটির কোয়ারেন্টিন নিয়মকানুন অনেক কড়া। আইপিএল শেষ হবে আগামি ১০ নভেম্বর। এরপর দেশে ফিরে লঙ্কান ক্রিকেটাররা যেন ভালোভাবে কোয়ারেন্টিন শেষ করে এলপিএলে খেলতে পারে, এজন্যই পেছানো হচ্ছে এলপিএল শুরুর দিনক্ষণ।

এলপিএলের পরিচালক রাভিন উইক্রামারাত্নে মিডিয়াকে বলেন, 'আইপিএল ১০ নভেম্বরে শেষ হবে। আইপিএলে খেলে আসা ক্রিকেটাররা যেন পর্যাপ্ত বিশ্রাম পায়- এ কারণে আমরা এমনটা করেছি।'

এদিকে ১ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল এলপিএলের নিলাম। আসর পেছানোয় এই নিলামটি অনুষ্ঠিত হবে আগামি ৯ অক্টোবর।

প্রথম দিকে, ২৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এলপিএলের। পরবর্তীতে করোনা পরিস্থিতি আর খারাপের দিকে যাওয়ায় পিছিয়ে যায় আসর শুরুর দিনক্ষণ।

ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও সুরিয়াওয়েমা মাহিন্দা রাজাপাকশে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের এলপিএল। অংশ নেবে পাঁচটি দল- কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা।