বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

সেই ভয়াল ক্রাইস্টচার্চে ফিরছেন তামিম-মুশফিকরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:05 মঙ্গলবার, 29 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের। ব্র্যান্টন ট্যারান্ট নামের এক ঠান্ডা মাথার খুনির হাত থেকে অল্পের জন্য বেঁচে ফেরেন তামিম, মুশফিকরা। ভয়ঙ্কর সেই ঘটনার কথা মনে করলে আজও শিউরে উঠেন সেবার নিউজিল্যান্ড সফরের দলে থাকা খেলোয়াড়েরা। 

আগামী বছর সেই 'ভয়াল' ক্রাইস্টচার্চে আবারো খেলতে নামবে বাংলাদেশ দল। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। যেখানে দ্বিতীয় ওয়ানডের ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে ক্রাইস্টচার্চকে।  

এরই মধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজিসি) পক্ষ থেকে সিরিজটির সূচি নির্ধারণ করা হয়েছে। এনজিসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এই প্রসঙ্গে বলেন, 'গত ছয়-সাত মাসের অনিশ্চয়তা এবং কঠিন পরিস্থিতি কাটিয়ে আসার পর এই ঘোষণাটি দিতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। আমরা নিউজিল্যান্ড সরকারের প্রতি অনেক কৃতজ্ঞ এই জটিল পরিস্থিতি সামলানোর ব্যাপারে সাহায্য করার জন্য।' 

২০১৯ সালের মার্চে ক্রাইস্টচার্চে জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার পর সন্ত্রাসী ট্যারান্টের হামলায় ২৭ জন মুসল্লি নিহত হন। দক্ষিণ হেগলি পার্কে অবস্থিত সেই মসজিদটিতে নামাজ আদায় করতে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। তামিমরা নামাজ শেষে ফেরার একটু পরেই সেখানে তান্ডব শুরু করে সেই সন্ত্রাসী।

শুধু তাই নয়, নৃশংস এই ঘটনা সাড়ে ১৬ মিনিট ধরে লাইভ ভিডিও করে সে। সেই হামলায় নিহত হন ৫১ জন মানুষ।হামলা চালানোর আগে নিজের বাসা থেকে গাড়ি ভর্তি করে অস্ত্র নিয়ে এসেছিলো ট্যারান্ট। মসজিদে হত্যাযজ্ঞ শেষে রাস্তায় এবং পার্কিং লটে যারা ছিলেন তাঁদের ওপরেও গুলি চালায় এই খুনি। 

ভিডিওতে দেখা যায় হত্যা করেই ক্ষান্ত হয়নি ট্যারান্ট। এরপর সেই মৃত মানুষদের ওপরেও গুলি চালায় সে। এমনকি এই হত্যাকান্ডের পরও নির্বিকার ছিলো এই খুনি। ভিডিওতে আরও দেখা যায় সবকিছু শেষে গাড়িতে উঠে গান শুনছিলো সে। এই ঘটনায় এরই মধ্যে যাবজ্জীবন সাজা হয়েছে ট্যারান্টের।