কোলপ্যাক চুক্তি

সব ক্রিকেটারের কোলপ্যাক নিবন্ধন বাতিল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:41 সোমবার, 28 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

কোলপ্যাক চুক্তিতে থাকা সকল ক্রিকেটারের নিবন্ধন বাতিল করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছে এখন থেকে কোলপ্যাক চুক্তিতে থাকা ক্রিকেটাররা 'স্থানীয়' ক্রিকেটার হিসেবে বিবেচিত হবেন না।

কোলপ্যাক চুক্তির কারণে অনেক প্রতিভাবান ক্রিকেটার হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্রিকেট বোর্ডকে দেয়া এক চিঠিতে ইসিবি বলেছে, 'কোলপ্যাকের সকল ক্রিকেটারের নিবন্ধন বাতিল করা হয়েছে। যা কার্যকর হবে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে।'

তারা আরও জানিয়েছে, এখন থেকে আর কোনো ক্রিকেটারের কোলপ্যাকের নিবন্ধন গ্রহণ করা হবে না। যারা পৈতৃক বা পারিবারিক ভিসার অধীনে ইংল্যান্ডে বসবাস করছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে না।

যে খেলোয়াড়রা এখন পর্যন্ত কোলপ্যাক চুক্তির আওতায় আছেন তাদেরকে এখন থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হবে। এই বিষয়টি ইতোমধ্যে কাউন্টি দলগুলোকে জানিয়ে দেয়া হয়েছে।

ইসিবির নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দুজন বিদেশি খেলোয়াড় প্রতিটি কাউন্টি দলে খেলতে পারেন। প্রোটিয়া ক্রিকেটার কাইল অ্যাবোট ইতোমধ্যে এই নিয়ম মেনে নিয়ে বিদেশি খেলোয়াড় হিসেবে খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।