আইপিএল ২০২০

গাভাস্কারের হয়ে ব্যাট ধরলেন ফারুক ইঞ্জিনিয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:29 রবিবার, 27 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শোচনীয় হারের পর সমালোচনার ঝড় উঠে ব্যাঙ্গালোর দলপতি বিরাট কোহলিকে নিয়ে। প্রশ্নবিদ্ধ হয় তার অধিনায়কত্ব এবং ম্যাচের পারফরম্যান্স।

তাকে কটাক্ষ করতে ছাড়েননি সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারও। কোহলির বাজে ফর্মের জন্য মজার ছলেই করে বসেন এক মন্তব্য। আর তাতেই সরগরম হয়ে পড়ে পুরো ক্রিকেট পাড়া।

গভাষ্কর বলেছিলেন, 'এটা আপনি জেনে থাকবেন যে আপনি যতো ভালো খেলোয়াড়ই হন না কেন অনুশীলন আপনার করতেই হবে। এই লকডাউনে সে শুধু আনুস্কার বলেই অনুশীলন করেছে। এতে তার খুব একটা সাহায্য হবে না।'

গাভাস্কারের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেন আনুশকাও। তবে ভারতীয় ব্যাটিং কিংবদন্তির দাবী তার কথাকে অন্যভাবে নেওয়া হয়েছে।

সাবেক এই ক্রিকেটারের এই অসময়ে পাশে এসে দাড়ালেন তারই আরেক সতীর্থ ফারুক ইঞ্জিনিয়ার। গাভাস্কারের করা মন্তব্যকে হাস্যরসাত্মক হিসেবে গণ্য করলেন তিনি।

সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন ফারুক। এ সময় তিনি ভারতীয় সমর্থকদের বিবেকবোধের ঘাটতি আছে বলেও উল্লেখ করেন। তার মতে ভারতীয়রা হাস্যরসাত্মক জাতি নয় বলেই সামান্য এক কথা নিয়ে এতো কিছু ঘটে গেছে।

সাবেক এই ক্রিকেটার বলেন, 'আমাদের, ভারতীয়দের মধ্যে বিবেকবোধের ঘাটতি রয়েছে। সুনিল যদি সত্যিই আনুস্কা শর্মা এবং বিরাট কোহলি সম্পর্কে এমন কথা বলে থাকে, তাহলে সেটা অবশ্যই হাস্যরসের সুরেই বলেছে, খারাপ বা অবমাননা করে নয়।'

'সুনিলকে আমি বেশ ভালো করেই চিনি। আমি নিশ্চিত, ও মজা করেই এটা বলেছে। এমনকি আমার ক্ষেত্রেও মানুষ এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছিল, এর ফলে আনুস্কাকেও বক্তব্য দিতে হয়েছিল।'