বিশ্বকাপ

আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন রোহিতের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:48 রবিবার, 27 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

৯ বছর আগে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলে ছিলেন না রোহিত শর্মা। মাঠের বাইরে বসেই সেবার দেখতে হয়েছিল, ধোনির নেতৃত্বে বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার উৎযাপন।

যদিও ২০১৯ বিশ্বকাপে ভারতের সেরা পারফর্মার রোহিতই। পুরো আসরে আলো ছড়াতে পারলেও সেমিফাইনালে ব্যর্থ হয়েছিলেন তিনি। তার দলও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল। 

২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। রোহিত সেই দলের সদস্য ছিলেন। রোহিতের স্বপ্ন ভারতের হয়ে আরেকটি বিশ্বকাপ জেতা। সেটা টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে বিশ্বকাপ হোক সমস্যা নেই।

এ প্রসঙ্গে রোহিত বলেন, 'জীবন তো থেমে থাকে না, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। সামনে অনেক ব্যস্ত সূচি। কিন্তু আমি বিশ্বকাপ জিততে চাই। এটা আমার স্বপ্ন। টি-টোয়েন্টি বা ৫০ ওভারের ম্যাচ যাই হোক।'

রোহিত মনে করেন ২০১৯ সালে যেমন শক্তিশালী দল নিয়ে তারা খেলেছেন এমন দল তিনি আর পাবেন না। তার ভাষ্য, 'একটি বাজে দিন আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিল। এটা আবার চিন্তা করা খুব কঠিন। কিন্তু আবারও বলি আমার মনে হয় না আবারও এমন দল পাবো। আমাদের সব ছিল, আমাদের ভালো ব্যাটসম্যান, ভালো বোলার ছিল।'

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে কিউইদের বিপক্ষে হারের দুঃখ ভোলা খুব কঠিন বলেও জানিয়েছেন রোহিত। তিনি বলেন, 'সত্যি বলতে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল হারের দুঃখ ভুলাটা কঠিন আমার জন্য। যে দল ছিল আমাদের, পুরো টুর্নামেন্টেই দাপটের সঙ্গে খেলেছি আমরা। আমরা সবাই দারুণ ফর্মে ছিলাম। মানসিক ভাবেও আমরা ভালো অবস্থানে ছিলাম। আমরা প্রত্যেকে নিজেদের সঙ্গ উপভোগ করছিলাম। সবকিছুই ভালো যাচ্ছিলো।'