আইপিএল

ওয়ার্নারের দুশ্চিন্তায় ‘ডট বল’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:45 রবিবার, 27 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতেই হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার রাতে কলকাতার বিপক্ষে হায়দরাবাদ হেরেছে সাত উইকেটের ব্যবধানে।

কলকাতার বিপক্ষে হারের কারণ হিসেবে হায়দরাবাদের ব্যাটসম্যানদের অতিরিক্ত ডট বল খেলাকেই দায়ি করছেন দলটির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ইনজুরি আক্রান্ত কেন উইলিয়ামসন দলে না থাকায় হায়দরাবাদের মিডল অর্ডার বেশ দুর্বল হয়ে পড়েছে । গতকালের ম্যাচে মানিস পান্ডে ৫১ রান করেন ৩৮ বল খেলে। এছাড়া উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ৩০ রান করেছেন ৩১টি বল খেলে, যা টি-টোয়েন্টির আগ্রাসি ভঙ্গিমার যুগে খুবই বেমানান।

নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে মাত্র ১৪২ রান তুলতে পেরেছে হায়দরাবাদ। ম্যাচটিও দুই ওভার বাকি থাকতে হেরেছে তারা। দলের এমন পারফরম্যান্সে হতাশ ওয়ার্নার।

ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, 'আমি জানি না, ভুল কোথায় হচ্ছে। আমরা বেঞ্চে দুইজন ব্যাটসম্যান বসিয়ে রাখতে পারি না। মাঝের ওভারগুলোতে আমাদের আরেকটু চড়াও হওয়া উচিত। আমি আউট হওয়ার পর চার-পাঁচ ওভারে দল মাত্র ২০ রান নিয়েছে।

তখন আমাদের আরও বাউন্ডারি হাঁকানো উচিত ছিল। বোলারদের আরও চাপে ফেলে দেয়া দরকার ছিল। আমরা যতগুলো ডট বল খেলেছি, সেটা নিয়েও আমি হতাশ। আমরা প্রায় ৩৫-৩৬টি ডট বল খেলেছি, টি-টোয়েন্টিতে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'