পাকিস্তান ক্রিকেট

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে বিপদে মিসবাহ-হাফিজরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:34 রবিবার, 27 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বর্তমান ঘরোয়া ক্রিকেট কাঠামো নিয়ে অসন্তুষ্টি আছে ক্রিকেটারদের। নতুন এই কাঠামো চালু করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবে। এই বিষয়গুলো নিয়ে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ উল হক।

সেই সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী এবং সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। পিসিবির কাছে না জানিয়ে তাদের প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার বিষয়টি পছন্দ হয়নি পাকিস্তানের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার।

তারা কেন ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য এই তিন জনকে তলব করেছে পিসিবি। এমনটাই জানিয়েছে পাকিস্তানের শীর্ষ বেশ কয়েকটি গণমাধ্যম। 

মিসবাহ, আজহার, হাফিজরা যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেটা আগে থেকে জানত না পিসিবি। তারা প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে দেখেন পিসিবির চেয়ারম্যান এহসান মানি ও প্রধান নির্বাহীও সেখানে রয়েছে। তাদের দেখেই চমকে যান মিসবাহরা।

পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও তারা না জানিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে বিপদেই পড়েছেন। গত মৌসুম থেকেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো চালু হয়। 

সেখানে শুধু অংশ নিতে পারবে ৬টি দল। এখানে থাকছে না কোনো বিভাগীয় দল। এর ফলে ক্রিকেটারদের বেতন-ভাতার সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধাও বন্ধ হয়ে গেছে। মূলত এগুলো নিয়েই কথা বলতে গিয়েছিলেন মিসবাহরা।