আইপিএল ২০২০

'সবাই ভুলে যায় কোহলি মেশিন না, ও মানুষ'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:24 রবিবার, 27 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ক্রিকেটীয় দক্ষতার দিক দিয়ে ইতোমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছেন। তার দক্ষতার কারণে উদাহরণ হিসেবে টানা হয় তাকে।

কিন্তু আইপিএলের চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে তার পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ করেছে তাকে। লোকেশ রাহুলের দুটি ক্যাচ মিস, দুবেকে দিয়ে শেষ ওভারে বোলিং করানো, ব্যাট হাতে ব্যার্থতা সব মিলিয়ে সেই ম্যাচে যেন কোহলি হারিয়ে ফেলেছিলেন নিজেকেই।

শোচনীয় হারের পর তার খেলা এবং অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন এক এক জন। সেই সঙ্গে শুনছেন ভক্তদের দুয়োধ্বনি।

তবে এমন পরিস্থিতিতে কোহলি পাশে পেলেন তার বাল্যকালের গুরু রাজকুমার শর্মাকে। বিষয়গুলোকে খেলোয়াড়ি জীবনেরই অংশ হিসেবে গণ্য করার পরামর্শ দিয়েছেন তিনি কোহলিকে।

সম্প্রতি সংবাদসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান রাজকুমার শর্মা।

কোহলির কোচ বলেন, 'এটা খেলোয়াড়ি জীবনেরই একটি অংশ। খেলার সময় ভালো সময় থাকবে, খারাপ সময় কাটাতে হবে। এটাই স্বাভাবিক।'

'কোহলি নিজের এমন একটা মাপকাঠি তৈরী করছে যে সবাই ভুলে যায় সে একজন মানুষ, মেশিন নয়। তুমি সবসময় ভালো খেলতে পারবে না। তার ভক্তরা তার ভালো খেলা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তাই হুট করে একটা বাজে ইনিংসের কারণে সহজেই তারা কষ্ট পায়।'