আইপিএল

আইপিএল না খেলায় সুযোগ হারাচ্ছেন বাবররা, উপলদ্ধি আফ্রিদির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:08 রবিবার, 27 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বপ্রথম আসরে অংশ নিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু সেই বছরের নভেম্বরে ভারতের মুম্বাইতে সন্ত্রাসী হামলা হওয়ার পর কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে। রাজনৈতিক এই দাঙ্গার প্রভাব পড়ে মাঠের খেলায়ও।

এরপর থেকে আর আইপিএলে খেলার অনুমতি পাননি পাকিস্তানিরা। আইপিএলে না খেলাটা বাবর আজম, হারিস সোহেলদের জন্য মোটেই সুখকর কিছু নয়, এমনটা মনে করছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

সম্প্রতি আরব নিউজকে দেয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, 'আইপিএল অনেক বড় একটা ব্র্যান্ড অবশ্যই। বাবর আজম বা যে কোনো পাকিস্তানি ক্রিকেটারদের জন্য এটা অনেক দারুণ একটা সুযোগ হওয়ার সুযোগ ছিল।

এখানে চাপের মুখে খেলা এবং ড্রেসিংরুমে বড় তারকাদের উপস্থিতিতে থাকতে পারাটা দারুণ ব্যাপার। তাই আমি মনে করি, আইপিএল না খেলায় অনেক বড় সুযোগ হারাচ্ছে পাকিস্তানিরা।'

শহিদ আফ্রিদি, শোয়েব আখতার, সোহেল তানভির, মিসবাহ উল হক, ইউনিস খান, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, সালমান বাট, ওমর গুলসহ পাকিস্তানের সেই সময়কার বেশীরভাগ ক্রিকেটারই আইপিএলে খেলে গিয়েছেন।

এছাড়া দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসি বা এসিসির ইভেন্টে অংশ নিতেও ভারতে এসেছে সেই সময়কার পাকিস্তান দল। ভারতে খেলার অভিজ্ঞতা কেমন ছিল- সেটাও রোমন্থন করলেন আফ্রিদি।

তিনি আরও বলেন, 'ভালোবাসা অবশ্যই সবকিছুর ঊর্ধ্বে। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই যে ভারতে খেলা সবসময়ই উপভোগ করেছি আমি। ভারতের মানুষের কাছ থেকে যেই ভালোবাসা এবং সম্মান পেয়েছি আমি তা রোমাঞ্চকর।

এমনকি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের মানুষের কাছ থেকে এখন অনেক বার্তা পেয়ে থাকি, তাদের সঙ্গে কথা বলি। আমি বিশ্বাস করি, ভারতে আমার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।'