যুব দলের ক্যাম্প

নেওয়াজের অধীনে যুবাদের স্কিল ক্যাম্প

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:03 রবিবার, 27 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

৪৭ ক্রিকেটার নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্প শেষ হয়েছে গত সপ্তাহে। এরই মধ্যে সেই দল কাটছাঁট করে নামানো হয়েছে ২৮ সদস্যে। এই ক্রিকেটাররা ১ অক্টোবর থেকে প্রধান কোচ নাভিদ নেওয়াজের অধীনে অনুশীলন শুরু করবেন।

এই ক্যাম্পে যুব ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করা হবে। এরই মধ্যে যুবাদের প্রধান কোচ নেওয়াজ এবং ট্রেনার রিচার্ড স্টনিয়ার বাংলাদেশে এসে পৌঁছেছেন। কোয়ারেন্টাইন পিরিয়ড শেষে তারা দলের সঙ্গে যোগ দেবেন।

এই ক্যাম্পে বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে পারদর্শী করে তুলতে যুবা ক্রিকেটারদের নিয়ে কাজ করা হবে। বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বেশিরভাগ ক্রিকেটারই বয়সের কারণে বাদ পড়ে গেছেন। এর ফলে নতুন দল নিয়ে মিশনে নামতে হচ্ছে নেওয়াজকে।

এই ক্যাম্পে তার সঙ্গী হচ্ছেন এক ঝাঁক দেশি কোচিং স্টাফ। বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপিকে দায়িত্ব দেয়া হয়েছে ব্যাটিং কোচের। বোলিং কোচের দায়িত্ব পালন করছেন সাবেক টাইগার পেসার তালহা জুবায়ের।

ফিল্ডিং কোচের ভূমিকায় আছেন আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ সেলিম। তাদের নিয়োগ দেয়া হয়েছে স্থানীয় কোচদের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য। এমনটাই জানিয়েছেন যুব দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ।

ইংরেজী দৈনিক ডেইলি সানকে তিনি বলেছেন, 'আমরা চেষ্টা করছি স্থানীয় কোচদের উন্নতি করতে এবং তাদের আন্তর্জাতিক মঞ্চে সুযোগ না দিলে জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবো না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন সদস্যদের নাভিদের সহকারী হিসেবে যুক্ত করার।'