করোনা আপডেট

আইসিসির সদরদপ্তরে করোনার হানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:16 রবিবার, 27 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাস এবার হানা দিয়েছে আইসিসির সদরদপ্তরে। বিশ্ব ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বেশ কয়েকজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আরব আমিরাতের নিয়ম অনুযায়ী তাদের স্বেচ্ছা আইসোলেশনে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য সুরক্ষা নীতির কারণে আগামী বেশ কয়েকদিন বন্ধ থাকতে পারে আইসিসির সদরদপ্তর। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দেয়া হতে পারে। আইসিসির সদরদপ্তর বন্ধ থাকলেও একাডেমী খোলা থাকবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ছয়টি দল আইসিসির একাডেমীতে নিজেদের ক্যাম্প করছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে একাডেমী এখনও সুরক্ষিত আছে। কর্মচারীদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি আইসিসি। 

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, যে কর্মচারীরা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও আইসোলেশনে পাঠিয়েছে আইসিসি। এই প্রসঙ্গে জানতে আইসিসির শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে তারা।

তিনি বলেছেন, 'আইসিসির একাডেমী সম্পূর্ণ সুরক্ষিত আছে। কারণ আইসিসির কোনো কর্মকর্তা অনুশীলনে উপস্থিত থাকেন না। ফলে আইপিএলের দলগুলোর সুরক্ষা নিয়ে কোনো প্রশ্ন নেই।'