আইপিএল

দলীয় নৈপুণ্যে জয়ের খাতা খুলল কলকাতা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:00 রবিবার, 27 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের আইপিএলে নিজেদের প্রথম জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। বোলারদের সম্মিলিত পারফরম্যান্সের পর তরুণ ওপেনার শুবমান গিল ও ইয়ন মরগানের ব্যাটে সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়েছে তারা। এদিকে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদের এটি টানা দ্বিতীয় হার।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৪২ রান করে হায়দরাবাদ। দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান (৩৮ বলে) করেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মানিস পান্ডে।

এছাড়া অধিনায়ক ওয়ার্নার ৩০ বলে ৩৬ ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ৩১ বলে ৩০ রান করেন। কলকাতার হয়ে প্যাট কামিন্স ১৯ রান খরচায় এক উইকেট নেন। আন্দ্রে রাসেল ১৬ রান খরচায় নেন এক উইকেট।

ব্যাটিংয়ে নেমে শুন্য রানেই ফিরে যান কলকাতার ওপেনার সুনিল নারিন। এরপর ১৩ বলে ২৬ রানের ক্যামিও খেলে বিদায় নেন অলরাউন্ডার নিতিশ রানা।

রানার বিদায়ের পর চটজলদি বিদায় নেন অধিনায়ক দীনেশ কার্তিকও (০)। ৫৩ রানে তিন উইকেট হারানো দলটিকে দুই ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে দেন গিল ও মরগান।

৯২ রানের দারুণ এক অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ৬২ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৭০* রান করেন গিল। ২৯ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪২* রান করেন মরগান।

সংক্ষিপ্ত স্কোর:

সানরাইজার্স হায়দরাবাদ: ১৪২/৪ (২০ ওভার)
(মানিস ৫১, ওয়ার্নার ৩৬; রাসেল ১/১৬)
কলকাতা নাইট রাইডার্স: ১৪৫/৩ (১৮ ওভার)
(গিল ৭০*, মরগান ৪২*, রশিদ ১/২৫)