ইংল্যান্ড ক্রিকেট

শুধু এক ফরম্যাটেই আটকে থাকতে চান না ক্রলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:46 শনিবার, 26 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

১৫-১৬ বছর বয়সে জ্যাক ক্রলির ভাবনায় থাকতো শুধু টেস্ট ক্রিকেট। ইংল্যান্ডের হয়ে লঙ্গার ভার্সনে রাজত্ব করার স্বপ্ন নিয়েই ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। এক বছরের একটু বেশী সময় ধরে খেলছেন জাতীয় দলে। 

দেশের হয়ে ৮ টেস্ট খেলা এই তরুণ হাঁকিয়েছেন তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। মাস খানেক আগেই পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ২৬৭ রানের অনবদ্য এক ইনিংস। এই ইনিংসের সুবাদেই ক্রিকেট বিশ্ব জেনেছে ক্রলির ক্ষমতা সম্পর্কে।

২২ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান কয়েকদিন আগেই টি-টোয়েন্টি ফরম্যাটেহাঁকিয়েছেন প্রথম সেঞ্চুরি। গেল সপ্তাহে কেন্টের হয়ে ১০৮ রানের ইনিংস খেলা এই তরুণ সম্প্রতি জানিয়েছেন, সাদা বল নিয়ে নিজের ভাবনার কথা। 

সীমিত ওভারেও ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্রলি। তবে কাজটা যে সহজ হবে না, তা বেশ ভালোভাবেই জানেন তিনি। ক্রলি বলেন, 'অবশ্যই সাদা বলে ইংল্যান্ডের হয়ে খেলতে দারুণ লাগবে। তবে আমি বাস্তবতা মেনে চলি, জানি এটা সহজ হবে না।' 

'কারণ দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছেন এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দলটি। তাই আমাকে অনেক রান করতে হবে যদি সুযোগ পেতে হয়। তারপরও ভবিষ্যতে রঙ্গিন জার্সিতে খেলতে পারলে আমি খুব উচ্ছ্বসিত হব। আশা করছি কয়েকবছরের মধ্যে দলে জায়গা করে নিতে পারব' আরও যোগ করেন এই ব্যাটসম্যান।

দেশের হয়ে টেস্ট খেলে ফেলায় পরিকল্পনায় পরিবর্তন এসেছে ক্রলির। তবে ১৫ বছর বয়সে এই তরুণ যে স্বপ্ন দেখতেন তা পূরণ হওয়াতেই এই পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন তিনি।

ক্রলি বলেন, 'আপনি যদি ১৫ বছর বয়সী ক্রলিকে জিজ্ঞেস করতেন তোমার লক্ষ্য কি? উত্তর হতো ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে চাওয়া। তবে এখন দেশের হয়ে কয়েকটি টেস্ট খেলে ফেলেছি তাই ভাবনাতেও পরিবর্তন এসেছে।'