বাংলাদেশ ক্রিকেট

প্ল্যান এ,বি,সি- সব তৈরি আছে বিসিবির!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:02 শনিবার, 26 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পেন্ডুলামের মতো দুলছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ভাগ্য। সিরিজটি সময় মতো শুরু হচ্ছে না, এই নিশ্চয়তাও পাওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে।

আর যদি কোনও কারণে সিরিজটি মাঠে না গড়ায়, তাহলে বেশ কয়েকটি বিকল্প ভেবে রেখেছে বিসিবি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন এমনটাই।

তিনি বলেন, 'আমরা এখন তিন দিনের বিরতি নিয়েছি। এই তিন দিনের ভেতর আমাদের যদি সিদ্ধান্ত চলে আসে তাহলে আমরা আবার পরিকল্পনা করবো। আমাদের বোর্ড সভাপতি তো বলেছেন যদি আমাদের সফরটি না হয় তাহলে আমরা ঘরোয়া ক্রিকেটের একটা টুর্নামেন্ট করব।

সে জিনিসটা আমাদের মাথায় আছে। প্ল্যান এ, বি, সি সব করাই আছে। আমরা আমাদের পরিকল্পনামাফিক যাচ্ছি। আর খেলোয়াড়রাও যেহেতু সাত-আট দিনের একটা অনুশীলন করেছে তাই তাদেরও একটা ব্রেক দরকার।'

চলতি বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের এক রাউন্ড মাঠে গড়ানোর পরই করোনার প্রকোপের কারণে তা স্থগিত হয়ে যায়। শ্রীলঙ্কা সিরিজ মাঠে না গড়ালে প্রিমিয়ার লিগ চালু করার ব্যাপারে কয়েকদিন আগে আশা প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। 

প্রিমিয়ার লিগ ছাড়াও, তিন জাতি সিরিজ আয়োজন, কর্পোরেট লিগ, জাতীয় ক্রিকেট লিগ বা বাংলাদেশ ক্রিকেট লিগ আয়োজনের ব্যাপারেও খসড়া পরিকল্পনা করে রেখেছে বিসিবি।

এদিকে শ্রীলঙ্কা সফরকে মাথায় নিয়েই দিনের পর দিন অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। করোনার ভয় উপেক্ষা করে একক অনুশীলন শেষে দলগত অনুশীলনে যোগ দিয়েছেন তারা। 

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এখনই না মানলেও সময় নিয়ে পুরো বিষয়টির সমাধান করতে চাইছে বিসিবি। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের বিষয়েও নজর রাখছে তারা।

আকরাম আরও বলেন, 'না মরিয়া না (সফর নিয়ে)। যেহেতু সময় আমাদের কাছেও আছে ওদের কাছেও আছে। এবং ওরা বারবার অনুরোধ করেছে যে হয়তোবা আমরা কিছুদিনের ভেতর চলে যাবো। এমনটা না যে আমরা জোর করছি ওরা চাচ্ছে না। যদি আমরা যেতেই চেতাম তাহলে তাদের শর্ত মেনেই চলে যেতাম।

আমাদের কোনও তাড়াহুড়া নেই। আমাদের প্রধান যেই চাওয়াটা সেটা হলো খেলোয়াড়রা কমফর্টেবল থাকা। তারা যেন মানসিকভাবে সুস্থ থাকতে পারে এবং ওদের থেকে আমাদের পারফরম্যান্স বের করে আনাটাও বেশ জরুরি। আমরা গিয়ে যেন ভালো পারফরম্যান্স করতে পারি সে জন্য যা যা দরকার আমরা সেগুলোই করব।'