বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

অক্টোবরের শুরুতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ

নাহিয়ান আরেফিন

নাহিয়ান আরেফিন
প্রকাশের তারিখ: 16:15 শনিবার, 26 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চলতি মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু সিরিজ নিয়ে চলমান ধোঁয়াশার কারণে এখনও দেশ ছাড়েনি মুমিনুল-তামিমরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং শ্রীলঙ্কা স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের বিপরীতমুখী অবস্থানের কারণে সংশয় কাটছে না সিরিজ নিয়ে। দফায় দফায় দুই বোর্ডের মধ্য চলছে আলোচনা।

তবে বিসিবি এখনই সিরিজটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ। লঙ্কান ক্রিকেট বোর্ডের মতোই এখনও আশায় রয়েছে সিরিজটির আয়োজন নিয়ে। সেই মোতাবেক নতুন করে দেশ ছাড়ার দিনক্ষণ নির্ধারণ করেছে লাল সবুজের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

নতুন সিদ্ধান্ত মোতাবেক যদি সব কিছু বাংলাদেশের অনুকূলে হয় তাহলে অক্টোবরের শুরুর দিকে দেশ ছাড়বে বাংলাদেশ। ৭-১০ অক্টোবরের ভেতর লঙ্কার উদ্দ্যশ্যে বিমান ধরবে লাল সবুজের প্রতিনিধিরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, 'যদি সবকিছু ইতিবাচক হয় তাহলে হয়তো আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে আমরা যাবো। যেহেতু শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি হবার কথা ছিলো সেটা হচ্ছে না, তাই ওদের কাছে সময় আছে, এটা নিয়ে চিন্তার কিছু নেই।'

'যেহেতু ওদের যে শ্রীলঙ্কান টি-টোয়েন্টি হবার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ শিডিউলে ছিল সেটা হবে।'