শ্রীলঙ্কা সফর

তামিম-মুশফিকদের অনুশীলনে ৩ দিনের বিরতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:22 শনিবার, 26 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটাররা অনেকদিন ধরেই অনুশীলন করছেন। তবে এতদিন ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও রোববার (২০ সেপ্টেম্বর) থেকে দলীয়ভাবে অনুশীলন শুরু করেছে টাইগাররা।

শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল বাংলাদেশের। তবে দুই বোর্ড এই সিরিজ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারায় মুশফিকদের শ্রীলঙ্কা যাওয়া বিলম্ব হচ্ছে।

এমন অবস্থায় মুশফিকদের অনুশীলনে তিনদিনের বিরতি দেয়া হয়েছে। বিরতির পর আবারও যথারীতি অনুশীলন শুরু হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি জানিয়েছেন, দুই একদিনের মধ্যেই শ্রীলঙ্কা সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। দুই বোর্ডই সিরিজটি নিয়ে ইতিবাচক। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্তার অপেক্ষায় আছে। এটা পেলেই সিরিজ নিয়ে বিসিবিকে গাইডলাইন দেবে তারা।

এ প্রসঙ্গে আকরাম বলেন, 'আমরা শ্রীলঙ্কা ট্যুর নিয়ে বসেছিলাম। আপনারা জানেন যে কালকে আমাদের যাওয়ার পরিকল্পনা ছিল। আমরা যেতে পারছি না। কোচ- নির্বাচক- সিইওর আলোচনা করেছি। আমরা তিনদিনের ব্রেক দিয়েছি। তিনদিন পর আমরা অনুশীলনটা আবারও শুরু করবো। দুই তিনদিনের মধ্যে আমাদের সিদ্ধান্তটা আসবে শ্রীলঙ্কা ট্যুরের ব্যাপারে।'