আইপিএল

দুই প্রোটিয়া পেসারকে পেয়ে উচ্ছ্বসিত আইয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:59 শনিবার, 26 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে দিল্লী ক্যাপিটালস। দুই ম্যাচে দিল্লীকে জেতাতে অবদান দেখেছেন দলটির দুই দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা এবং অনরিচ নরকিয়া। দুই প্রোটিয়া পেসারকে দলে পেয়ে নিজেকে ভাগ্যবান বলছেন দিল্লীর অধিনায়ক শ্রেয়াশ আইয়ার।

শুক্রবার রাতের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১৭৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দিল্লী। এই লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৩১ রানে থামে চেন্নাই। চেন্নাইয়ের সাত উইকেটের মধ্যে পাঁচটিই নেন রাবাদা ও নরকিয়া।

রাবাদা ২৬ রান খরচায় তিনটি ও নরকিয়া ২১ রান খরচায় নেন দুই উইকেট। এর আগের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দিল্লীকে সুপার ওভারে জেতান রাবাদা। সুপার ওভারে দুই উইকেটই শিকার করেন তিনি।

শুক্রবারের ম্যাচ শেষে উচ্ছ্বসিত আইয়ার বলেন, 'টিম মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আগে আমরা উইকেট দেখব, এরপর আমরা খেলতে থাকব। ওপেনাররা যেভাবে শুরু করেছে, সেটা আমাদের আত্মবিশ্বাস যুগিয়েছে। তাদের ফিনিশিংও ভালো হয়েছে।

কাগিসো রাবাদা এবং নরকিয়াকে পেয়ে আমি ভাগ্যবান। দল হিসেবে আমাদের একত্রে থাকা গুরুত্বপূর্ণ। আমাদের একে অন্যের সফলতাও উপভোগ করতে হবে।'

এই দুই প্রোটিয়া পেসার ছাড়াও দিল্লীতে আছেন রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, সন্দিপ লামিচানে ও অক্ষর প্যাটেলের মতো চারজন স্পিনার। এছাড়া ইশান্ত শর্মা, কিমো পল, মোহিত শর্মা ও আভেস খানের মতো পেসাররা আছেন এই দলে।