আইপিএল

জয়ের খাতা খুলবে কে?

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:31 শনিবার, 26 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবারের (২৬ সেপ্টেম্বর) ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচে হেরেছে কলকাতা ও হায়দরাবাদ। কলকাতা হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। অপরদিকে হায়দরাবাদকে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে তাই জয়ের জন্য মুখিয়ে থাকবে দল দুটি।

দুই দল এখন পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। কলকাতা জিতেছে ১০ বার। হায়দরাবাদ জিতেছে সাতটি ম্যাচে। পরিসংখ্যানে অল্প পিছিয়ে থাকলেও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ফর্মে ভরসা রাখতেই পারে হায়দরাবাদ।

কলকাতার বিপক্ষে খেলা শেষ দুই ম্যাচে ১৬৭.০৩ স্ট্রাইক রেটে দুটি হাফসেঞ্চুরিসহ ১৫২ রান করেছেন ওয়ার্নার। যদিও এই ম্যাচে কিছুটা দুশ্চিন্তায়ও থাকবে হায়দরাবাদ।

দলটির অলরাউন্ডার মিচেল মার্শ প্রথম ম্যাচে ইনজুরিতে পড়ায় আসর থেকে ছিটকে গেছেন। তাঁর বদলে জেসন হোল্ডারকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। যদিও কেবলই আরব আমিরাতে পৌঁছেছেন হোল্ডার।

এই ম্যাচে হোল্ডারের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেক্ষেত্রে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির ওপরে ভরসা রাখতে পারে হায়দরাবাদ। এছাড়া মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তায় আছে হায়দরাবাদ।

কলকাতা শিবিরে অবশ্য ইনজুরির দুশ্চিন্তা নেই। হ্যারি গার্নে ইনজুরিতে পড়ার পর আলী খানকে আগেই দলে ভিড়িয়েছে তারা। যদিও নিজেদের ব্যাটিং লাইনআপ নিয়ে কিছুটা বিপাকে কলকাতা।

সুনিল নারিন ইনিংস উদ্বোধন করতে নেমে একটু আগ্রাসি না খেললে বিপদে পড়ে যায় কলকাতা। কেননা নিতিশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মরগানরা প্রত্যেকেই উইকেটে থিতু হয়ে মারমুখী খেলতে পছন্দ করেন। পরিসংখ্যানে দেখা গেছে, নারিনকে শট বলে সহজেই বিপদে ফেলতে পারেন বোলাররা!

নারিন শুরুতে রান না করলে আন্দ্রে রাসেলকে চার বা পাঁচ নম্বরে নামিয়ে দিতে পারে কলকাতা। যদিও হায়দরাবাদ রাসেলকে আটকাতে প্রস্তুত। আইপিএলে রশিদ খান এখন পর্যন্ত ২৫টি বল করেছেন রাসেলকে। রাসেল ১৮৪ স্ট্রাইক রেটে রশিদের বিপক্ষে রান করলেও তাঁর বলে উইকেট দিয়েছেন তিনবার।

সম্ভাব্য একাদশ:

কলকাতা নাইট রাইডার্স: সুনিল নারিন, শুবমান গিল, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), নিতিশ রানা, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, নিখিল নায়েক/ রাহুল ত্রিপাঠি, প্যাট কামিন্স, কুলদিপ যাদব, শিভম মভি ও সন্দিপ ওয়ারিয়ার।

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মানিস পান্ডে, প্রিয়ম গার্গ, কেন উইলিয়ামসন/ মোহাম্মদ নবি, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দিপ শর্মা ও খলিল আহমেদ।