আইপিএল ২০২০

রায়নাকে ফিরে আসার আকুতি সমর্থকদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:22 শনিবার, 26 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরটির শুরু থেকেই দুর্ভাগ্য পিছু ছাড়ছে না টুর্নামেন্টটির অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের। আসরের শুরু থেকেই করোনার হানা, দলের অন্যতম ভরসাবান ব্যাটসম্যান রায়নার দেশে ফিরে আসা, অভিজ্ঞ বোলার হরভজন সিংয়ের খেলতে আপত্তি জানানো। সব কিছু মিলিয়ে শুরুর আগেই বড়সড় কিছু ধাক্কা খেয়েছিল চেন্নাই।

তবে টুর্নামেন্ট শুরুর পরও ভাগ্য ফেরাতে পারছে না দলটি। পরপর দুই ম্যাচে শোচনীয় দুই পরাজয়কে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। রানা তাড়ায় কোনোভাবেই পেরে উঠতে পারছে না গেল বারের রানার্সআপরা।

দলের এমন বেহাল দশার জন্য রায়নার না থাকাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন সমর্থকেরা। সেই সঙ্গে পুরোনো সেই রূপে ফিরতে মি. আইপিএলকে দলে ফেরার আকুতি জানিয়েছেন তারা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪৪ রানের হারের পর জোড়ালো হয় ভক্তদের আকুতি। টুইটারে ঝড় বয়ে যায় রায়নাকে ফিরে আসার অনুরোধে।

কুনাল যাদব নামের এক ভক্ত টুইট করেন, 'চেন্নাই সুপার কিংসের প্রয়োজন মি. আইপিএলকে ব্যাটিং লাইনআপে ফেরানো। রায়নারও ফিরে আসার কথা ভেবে দেখা উচিৎ। তিনি একজন দুর্দান্ত ফিল্ডার, বেশ ভালো স্ট্রাইকার এবং দলের দুঃসময়ে বল হাতেও ভালো ফলাফল এনে দিতে সক্ষম।'

চেন্নাই সুপার কিংসের ফ্যানবেজ টুইটার আইডি থেকে রায়নার একটি ছবি পোস্ট করে লেখা হয়, 'তাকে (রায়না) ছাড়া সিএসকের ব্যাটিং লাইনআপ পুরো বিপর্যস্ত। কেউ তার বদলি হতে পারবে না।'

উল্লেখ্য পারিবারিক কারণে আইপিএলের চলতি বছরের আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ভরসাবান ব্যাটসম্যান সুরেশ রায়না।