আইপিএল

রাইডু ফিরলেই ভারসাম্য ফিরবে, প্রত্যাশা ধোনির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:52 শনিবার, 26 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে আম্বাতি রাইডুর ব্যাটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপর রাজস্থান রয়্যালস ও দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে টানা দুই ম্যাচে হারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। ইনজুরির কারণে এই ম্যাচ দুটি খেলেননি রাইডু। ইনজুরি কাটিয়ে আগামি ম্যাচেই ফিরছেন রাইডু। ধোনির বিশ্বাস রাইডু ফিরলেই ভারসাম্য আসবে দলে।

শুক্রবারের খেলায় চেন্নাইকে ১৭৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দিল্লী। জবাবে ১৩১ রানে থামে চেন্নাই। বোলিং এবং ব্যাটিং কোনও বিভাগেই ভালো করতে পারেনি তিনবারের শিরোপাজয়ী দলটি।

ম্যাচ শেষে ধোনি বলেন, 'আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো কোনও ম্যাচ ছিল না। মাঠে শিশির ছিল না, তবুও উইকেট স্লো হয়ে যায়। তবে ব্যাটিংয়ে আমরা বড় ভুল করছি, যেটা আমাদের কষ্ট দিচ্ছে। এক পর্যায়ে রান রেট বেড়ে যায় এবং চাপ সৃষ্টি হয়।

আমাদের সমস্যা কোথায় হচ্ছে সেটা বের করতে হবে। আমাদের একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। কম্বিনেশন অনুযায়ী এগিয়ে যেতে হবে। সম্ভবত পরের ম্যাচে রাইডু ফিরলেই দলে ভারসাম্য ফিরবে। তখন আমরা অতিরিক্ত একজন বোলার নিয়ে খেলতে পারব।'

এবারের আইপিএলে নিজের সেরাটা এখনও দিতে পারেননি চেন্নাইয়ের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টানা তিন ম্যাচ ৪০ রানের বেশি দিয়েছেন তিনি। এছাড়া পীযুষ চাওলা গত ম্যাচে দুই উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন এর আগের ম্যাচে।

বোলারদের বাজে পারফরম্যান্স নিয়ে তাই বাড়তি সতর্ক ধোনি, 'সবাইকে সামনে এগিয়ে আসতে হবে। আমাদের লাইন, লেংথ, পেস- এসব ঠিক রাখতে হবে। স্পিনাররা এখনও সেভাবে অবদান রাখতে পারছে না। আমরা ভালো বোলিং করলেও প্রতিপক্ষ বাউন্ডারি হাকাচ্ছে। কয়েকটি ক্যাচ মিসও হয়েছে।'